হঠাৎই কালো ধোঁয়ায় ঢেকে গেল আকাশ—এক মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বৃহস্পতিবার সকালে Mumbai-র পশ্চিম অন্ধেরির একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কান্ট্রি ক্লাবের কাছে অবস্থিত ২৩ তলা সোরেন্টো টাওয়ারের ১৪ তলায় প্রথম আগুন লাগে বলে জানা গিয়েছে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে উপরের তলাগুলিতে। কালো ধোঁয়ায় দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। উপরের তলায় থাকা বেশ কয়েকজন বাসিন্দা আটকে পড়েন। প্রাণভয়ে তাঁরা ১৬ তলার করিডরে জড়ো হন এবং সাহায্যের অপেক্ষায় থাকেন।
সকাল প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। চারটি ফায়ার ইঞ্জিন একসঙ্গে কাজ শুরু করে। স্থানীয় পুলিশ, অ্যাম্বুল্যান্স ও বিদ্যুৎ দফতরও দ্রুত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে। দীর্ঘ চেষ্টার পর সকাল ১১টা ৩৭ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
দমকলের তৎপরতায় বহুতলের ভিতরে আটকে পড়া প্রায় ৪০ জন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা হয়। আগুনে বৈদ্যুতিক তার ও কিছু কাঠের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও, স্বস্তির খবর—এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: কোথায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে?
উত্তর: মুম্বইয়ের পশ্চিম অন্ধেরির কান্ট্রি ক্লাবের কাছে সোরেন্টো টাওয়ারে।
প্রশ্ন ২: কোন তলায় প্রথম আগুন লাগে?
উত্তর: বহুতলের ১৪ তলায় প্রথম আগুন লাগে।
প্রশ্ন ৩: কতজন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে?
উত্তর: প্রায় ৪০ জন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
প্রশ্ন ৪: কোনও হতাহতের খবর আছে কি?
উত্তর: না, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
প্রশ্ন ৫: আগুন লাগার কারণ জানা গেছে কি?
উত্তর: না, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

