বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে যখন অনেক তারকাই নতুন পরিকল্পনায় ব্যস্ত, তখন অভিনেত্রী সামিরা খান মাহি জানালেন নিজের অবস্থান— একেবারেই স্পষ্ট। ছোট পর্দা ও ওটিটিতেই আপাতত স্বাচ্ছন্দ্য খুঁজে পাচ্ছেন তিনি।
সময়ের মেধাবী এই অভিনেত্রী নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকের নজর কাড়তে পেরেছেন। নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও তার উপস্থিতি চোখে পড়ার মতো। বছরের শেষ সময়েও নতুন নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মাহি।
সম্প্রতি তিনি শেষ করেছেন ‘ডিয়ার লেডিস’ নামের একটি সিরিয়ালের কাজ, যা পরিচালনা করেছেন ইমরুল রাফাত। কয়েকজন নারীর জীবনের গল্প নিয়ে নির্মিত এই সিরিয়ালটি নিয়ে আশাবাদী মাহি। তার বিশ্বাস, গল্প ও নির্মাণ— দুটোই দর্শকের ভালো লাগবে।
এছাড়া গত কিছুদিনে প্রায় হাফ ডজন একক নাটকের কাজ শেষ করেছেন তিনি। এসব নাটকে মুশফিক আর ফারহান ও আরশ খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন মাহি। পরিচালনায় ছিলেন ইমরুল রাফাত ও মাবরুর রশিদ বান্নাহসহ আরও কয়েকজন নির্মাতা।
এর মধ্যেই জানালেন আরেকটি নতুন খবর। একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন তিনি, যদিও এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিলেন মাহি।
বড় পর্দায় অভিষেক নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও এ বিষয়ে পরিষ্কার কথা বললেন অভিনেত্রী। আপাতত সিনেমা নিয়ে কোনো ভাবনা নেই তার। নাটক ও ওটিটিতেই নিয়মিত দর্শকের ভালোবাসা পাচ্ছেন— এ জায়গাতেই তিনি স্বস্তিতে আছেন।
নতুন বছর প্রসঙ্গে মাহির আশা, কাজের দিক থেকে আগামী বছরটি আরও ভালো যাবে। ধীরগতিতে শুরু হলেও ইন্ডাস্ট্রির কাজের গতি বেড়েছে, আর সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চান তিনি।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: মাহি কি এখন সিনেমায় অভিনয় করবেন?
উত্তর: না, আপাতত সিনেমায় অভিনয়ের কোনো পরিকল্পনা নেই।
প্রশ্ন ২: সম্প্রতি কোন সিরিয়ালের কাজ শেষ করেছেন মাহি?
উত্তর: তিনি ‘ডিয়ার লেডিস’ নামের একটি সিরিয়ালের কাজ শেষ করেছেন।
প্রশ্ন ৩: ওয়েব সিরিজ নিয়ে কী জানিয়েছেন মাহি?
উত্তর: একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন, তবে বিস্তারিত এখনই জানাননি।
প্রশ্ন ৪: মাহি কোন মাধ্যমে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন?
উত্তর: নাটক ও ওটিটি কনটেন্টেই তিনি সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
প্রশ্ন ৫: নতুন বছর নিয়ে মাহির প্রত্যাশা কী?
উত্তর: তিনি আশা করছেন, আগামী বছর কাজের জন্য খুব ভালো একটি বছর হবে।

