রেকর্ড পারিশ্রমিকে রাজামৌলির সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া

Published By: Khabar India Online | Published On:

হলিউডে ব্যস্ত সময় কাটালেও বলিউড সিনেমার ডাক যে প্রিয়াঙ্কা চোপড়া কখনও উপেক্ষা করেননি, তার প্রমাণ মিলল এবার। দীর্ঘ বিরতির পর এমন এক প্রজেক্টে তিনি যুক্ত হলেন, যা ইতিমধ্যেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রে।

বিয়ের পর মার্কিন মুলুকে বসবাস শুরু করলেও কাজের সূত্রে হলিউডে নিজের জায়গা পোক্ত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে ভারতীয় ছবির প্রতি টান যে অটুট, তা তিনি বারবার সাক্ষাৎকারে বলেছেন। এবার সেই কথার বাস্তব রূপ মিলল নতুন সিনেমা হাতে নেওয়ার মাধ্যমে।

সংবাদমাধ্যমের দাবি, নন্দিত পরিচালক এস এস রাজামৌলি-র বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’-তে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা। এই ছবিতে তাঁর বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার মহেশবাবু

সবচেয়ে চমকপ্রদ বিষয়, এই সিনেমার জন্য প্রিয়াঙ্কার পারিশ্রমিক। জানা যাচ্ছে, ‘বারাণসী’-তে অভিনয়ের জন্য তিনি নিচ্ছেন প্রায় ৩০ কোটি টাকা, যা তাঁর কেরিয়ারের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক। যদিও ছবির বিশাল বাজেটের নিরিখে এই অঙ্ককে স্বাভাবিক বলেই মনে করছেন অনেকে।

খবর অনুযায়ী, ‘বারাণসী’ তৈরি হচ্ছে প্রায় ১৩০০ কোটি টাকার বাজেটে। ছবির মূল চরিত্রে থাকা মহেশবাবু পারিশ্রমিক না নিলেও লভ্যাংশের ৪০ শতাংশ পাওয়ার চুক্তি করেছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন পৃথ্বীরাজ সুকুমারন, যিনি পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন প্রায় ১০ কোটি টাকা।

সিনেমাটি নিয়ে আশাবাদী প্রিয়াঙ্কা নিজেও। তাঁর কথায়, রাজামৌলির ছবিতে শুধু বাজেট নয়, গল্প, চরিত্র, নির্মাণশৈলী ও ভিজ্যুয়াল—সবকিছুতেই থাকে আলাদা চমক। পৌরাণিক আবহ, রাজকীয় পোশাক আর বৃহৎ ক্যানভাস মিলিয়ে এক নতুন জগৎ তৈরি করেন এই নির্মাতা।

প্রিয়াঙ্কার মতে, বিরতির পর এমন একটি প্রজেক্টই তাঁর দরকার ছিল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যে ধরনের সিনেমা দর্শক দেখতে চান, ‘বারাণসী’ তারই এক শক্ত উদাহরণ হতে চলেছে। সেই কারণেই রাজামৌলির সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিতে তাঁর এক মুহূর্তও দ্বিধা হয়নি।

প্রশ্ন ও উত্তর

১. প্রিয়াঙ্কা চোপড়া কোন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন?
তিনি এস এস রাজামৌলির পরিচালিত ‘বারাণসী’ সিনেমায় অভিনয় করবেন।

২. এই সিনেমার জন্য প্রিয়াঙ্কার পারিশ্রমিক কত?
খবর অনুযায়ী, তাঁর পারিশ্রমিক প্রায় ৩০ কোটি টাকা।

৩. ‘বারাণসী’ সিনেমার বাজেট কত?
সিনেমাটি প্রায় ১৩০০ কোটি টাকার বাজেটে তৈরি হচ্ছে বলে জানা গেছে।

৪. ছবিতে প্রিয়াঙ্কার বিপরীতে কে থাকছেন?
দক্ষিণী সুপারস্টার মহেশবাবু প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করবেন।

৫. সিনেমায় আর কারা গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন?
পৃথ্বীরাজ সুকুমারন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।