হঠাৎ গভীর রাতে বিমানবন্দরে ধূসর হুডি আর কালো মাস্কে দেখা মিলল দক্ষিণী সিনেমার আলোচিত তারকা জুটির। বিয়ের আগেই শেষ ব্যাচেলর হানিমুনে পাড়ি দিলেন Vijay Deverakonda ও Rashmika Mandanna— এমনটাই এখন সিনেপাড়ার গুঞ্জন।
দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর নাকি গোপনে বাগদান সেরেছেন তারা। যদিও প্রকাশ্যে সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খোলেননি। তবে শোনা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে রাজস্থানের এক রাজপ্রাসাদে রাজকীয় আয়োজনে চারহাত এক করতে চলেছেন এই তারকা জুটি। তার আগেই নিজেদের জন্য কিছুটা সময় বের করলেন তারা।
বুধবার গভীর রাতে হায়দরাবাদ বিমানবন্দর থেকে বিদেশের উদ্দেশ্যে রওনা দেন বিজয় ও রাশমিকা। পাপারাজ্জিদের এড়াতে সতর্ক থাকলেও সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য। দুজনেই ছিলেন একেবারে সাদামাটা লুকে।
এরপর বিজয়ের ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবি জল্পনা আরও বাড়িয়ে দেয়। ছবিতে দেখা যায়, দীর্ঘ সফরের ক্লান্তি নিয়ে বিমানবন্দরে বিশ্রাম নিচ্ছেন তিনি। হাতে থাকা পোলারয়েড ছবিটি রাশমিকার তোলা বলেই ধারণা ভক্তদের। ক্যাপশনে বিজয় লেখেন, “কয়েক মাসের হাড়ভাঙা খাটুনির পর এবার ছুটির সময়।”
যদিও রাশমিকা এখনো কিছু পোস্ট করেননি, তবু অনুরাগীদের ধারণা— বছরের শেষটা একসঙ্গেই কাটাতে চান তারা। অনেকেই এই ভ্রমণকে ‘বিয়ের আগে শেষ ব্যাচেলর হানিমুন’ বলেই দেখছেন।
প্রশ্ন ও উত্তর
1. বিজয় ও রাশমিকা কি বাগদান সেরেছেন?
গুঞ্জন অনুযায়ী, তারা গোপনে বাগদান সেরেছেন, তবে আনুষ্ঠানিক ঘোষণা নেই।
2. কবে বিয়ে করতে চলেছেন এই তারকা জুটি?
খবর অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে হতে পারে।
3. কোথায় হতে পারে বিয়ের অনুষ্ঠান?
রাজস্থানের একটি রাজপ্রাসাদে বিয়ের পরিকল্পনা রয়েছে বলে শোনা যাচ্ছে।
4. তারা কোথায় ভ্রমণে গিয়েছেন?
সঠিক গন্তব্য প্রকাশ্যে আসেনি, তবে বিদেশ সফর বলেই জানা গেছে।
5. এই ভ্রমণের উদ্দেশ্য কী?
অনুরাগীদের মতে, এটি বিয়ের আগে শেষ ব্যাচেলর হানিমুন।

