১১ বছর পর আবার সেরা, আর্জেন্টিনার বর্ষসেরা ডি মারিয়া

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই পুরনো স্মৃতি যেন ফিরে এল ফুটবলপ্রেমীদের সামনে। দীর্ঘ এক দশকের বেশি সময় পর আবারও আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের মুকুট উঠল Angel Di Maria-র মাথায়। সোমবার রাতে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে ২০২৫ সালের সেরা ফুটবলারের স্বীকৃতি পান তিনি।

এই প্রতিযোগিতায় ডি মারিয়া পেছনে ফেলেছেন জাতীয় দলের দুই সতীর্থ Lautaro MartínezLeandro Paredes-কে। ব্যক্তিগত নৈপুণ্য ও ধারাবাহিক পারফরম্যান্সই এনে দিয়েছে এই মর্যাদাপূর্ণ পুরস্কার।

এটি ডি মারিয়ার ক্যারিয়ারের দ্বিতীয়বার বর্ষসেরা ফুটবলারের খেতাব। এর আগে ২০১৪ সালে Real Madrid-এর জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমবার এই সম্মান পেয়েছিলেন তিনি। দীর্ঘ ১১ বছর পর আবার একই স্বীকৃতি পাওয়া তার অদম্য মনোবল ও পেশাদারিত্বেরই প্রমাণ।

জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে ২০২৫ সাল ছিল ডি মারিয়ার জন্য স্মরণীয়। পর্তুগিজ ক্লাব Benfica ছাড়ার পর তিনি ফিরে যান শৈশবের ক্লাব Rosario Central-এ। লিগে ১৬ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অভিজ্ঞ উইঙ্গার।

উল্লেখ্য, গত বছর আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন গোলরক্ষক Emiliano Martínez। তবে এই পুরস্কারে সর্বোচ্চ ১৬ বার জয়ের রেকর্ড এখনো কিংবদন্তি Lionel Messi-র দখলেই রয়েছে।

প্রশ্ন ও উত্তর

১. ডি মারিয়া কতবার আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার হয়েছেন?
দু’বার—২০১৪ ও ২০২৫ সালে।

২. ২০২৫ সালের পুরস্কারে কারা প্রতিদ্বন্দ্বী ছিলেন?
লাউতারো মার্টিনেজ ও লেয়ান্দ্রো পারদেস।

৩. ডি মারিয়া কোন ক্লাবে বর্তমানে খেলছেন?
রোজারিও সেন্ট্রালে।

৪. ২০২৫ সালে লিগে ডি মারিয়ার গোল সংখ্যা কত?
১৬ ম্যাচে ৭ গোল।

৫. বর্ষসেরা ফুটবলারের সর্বোচ্চ রেকর্ড কার?
লিওনেল মেসি, মোট ১৬ বার।