ইফির মঞ্চে রণবীরের মন্তব্যে তোলপাড়, সমর্থনে এগিয়ে এলেন গুলশান

Published By: Khabar India Online | Published On:

মুক্তির আগেই যেখানে প্রত্যাশার পারদ চড়ছে, সেখানেই এক মন্তব্য ঘিরে হঠাৎ বিতর্কে জড়িয়ে পড়ল বহুল আলোচিত কন্নড় ছবি কান্তারা: এ লেজেন্ড চ্যাপ্টার ১। গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেওয়া এক বক্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েন Ranveer Singh

উৎসবের মঞ্চে ছবির পরিচালক ও অভিনেতা Rishab Shetty-এর উপস্থিতিতেই রণবীর সিনেমার পবিত্র ‘দৈব’ চরিত্রের প্রসঙ্গ তোলেন। আবেগের বশে তিনি সেই সত্তাকে ‘ভূত’ বলে উল্লেখ করেন, যা মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ বিষয়টিকে সংস্কৃতি ও বিশ্বাসের প্রতি অসম্মান বলে আখ্যা দেন। সমালোচনা বাড়তেই রণবীর নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান এবং জানান, কারও অনুভূতিতে আঘাত দেওয়ার ইচ্ছে তার ছিল না।

এই পরিস্থিতিতে রণবীরের পাশে দাঁড়ান অভিনেতা Gulshan Devaiah। এক সাক্ষাৎকারে তিনি বলেন, অতিরিক্ত উত্তেজনায় অনেক সময় মানুষ ভুল করে বসে। যেহেতু রণবীর ক্ষমা চেয়েছেন, তাই বিষয়টি সেখানেই শেষ হওয়া উচিত।

উল্লেখ্য, Kantara: A Legend Chapter 1 মুক্তির আগেই দর্শকমহলে প্রবল কৌতূহল তৈরি করেছে। তবে সাম্প্রতিক এই বিতর্ক ছবিটিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে, যা নিয়ে মতভেদ থাকলেও আগ্রহ যে আরও বেড়েছে, তা বলাই যায়।

প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন ১: রণবীর সিং কী মন্তব্য করেছিলেন?
উত্তর: তিনি ‘কান্তারা’র পবিত্র দৈব চরিত্রকে ভুলবশত ‘ভূত’ বলে উল্লেখ করেন।

প্রশ্ন ২: এই মন্তব্য কোথায় করা হয়েছিল?
উত্তর: গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে।

প্রশ্ন ৩: নেটিজেনদের প্রতিক্রিয়া কী ছিল?
উত্তর: অনেকেই মন্তব্যটিকে সংস্কৃতির প্রতি অসম্মানজনক বলে সমালোচনা করেন।

প্রশ্ন ৪: রণবীর কি ক্ষমা চেয়েছেন?
উত্তর: হ্যাঁ, তিনি প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান।

প্রশ্ন ৫: গুলশান দেবাইয়া কী বলেছেন?
উত্তর: তিনি রণবীরের পক্ষে দাঁড়িয়ে বলেন, ভুল স্বীকারের পর বিষয়টি মিটিয়ে নেওয়াই উচিত।