সব কিছু যেন হঠাৎ করেই বদলে গিয়েছে—জীবনের মানে, সময়ের হিসেব, এমনকি অনুভূতির ভাষাও। গত ৭ নভেম্বর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কইফ। সেই সঙ্গে নতুন জীবনের শুরু ভিকি কৌশলেরও।
সম্প্রতি চতুর্থ বিবাহবার্ষিকীতে স্ত্রীর সঙ্গে ছবি ভাগ করে নেন ভিকি। ছবিতে ক্যাটরিনার চেহারায় স্পষ্ট পরিবর্তন নজরে পড়ে। নায়িকাসুলভ জেল্লা আপাতত নেই, ওজনও কিছুটা বেড়েছে বলে মনে করছেন অনুরাগীরা। তবে তার কারণ একটাই—নবজাতককে ঘিরেই এখন তাঁর গোটা দুনিয়া।
ছেলের জন্মের পর মুম্বই ছেড়ে কোথাও যাননি ভিকি। পুরো সময়টাই স্ত্রী ও সন্তানকে দিয়েছেন। তবে সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অভিনেতা জানালেন, কাজের মাঝেও মন পড়ে থাকে বাড়িতেই। ভিকির কথায়, প্রতিদিনই নতুন এক অনুভূতির জন্ম হচ্ছে, যা আগে কখনও হয়নি। বাড়ি থেকে যেন অদৃশ্য টান অনুভব করছেন তিনি।
ভিকির জীবনে নভেম্বর মাস এমনিতেই বিশেষ। মায়ের জন্মমাসেই প্রথমবার বাবা হয়েছেন তিনি। তাই অনুরাগীদের মতে, এই মাসটা কৌশল পরিবারের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। সন্তানই এখন তাঁদের জীবনের মধ্যমণি।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: ক্যাটরিনা কইফ কবে সন্তানের জন্ম দিয়েছেন?
উত্তর: ৭ নভেম্বর ক্যাটরিনা পুত্রসন্তানের জন্ম দেন।
প্রশ্ন ২: সন্তানের জন্মের পর ক্যাটরিনার চেহারায় কী পরিবর্তন দেখা যাচ্ছে?
উত্তর: ওজন কিছুটা বেড়েছে এবং আপাতত গ্ল্যামার লুকের বদলে স্বাভাবিক মাতৃত্বের ছাপ স্পষ্ট।
প্রশ্ন ৩: ভিকি কৌশল বর্তমানে কোথায় বেশি সময় দিচ্ছেন?
উত্তর: তিনি পুরো সময়টাই স্ত্রী ও নবজাতক পুত্রের সঙ্গে কাটাচ্ছেন।
প্রশ্ন ৪: দিল্লিতে গিয়ে কী মন্তব্য করেছেন ভিকি?
উত্তর: তিনি বলেছেন, কাজের মাঝেও মন যেন সব সময় বাড়ির দিকেই টানছে।
প্রশ্ন ৫: নভেম্বর মাস কেন কৌশল পরিবারের জন্য বিশেষ?
উত্তর: এই মাসেই ভিকির মায়ের জন্মদিন এবং একই মাসে তিনি প্রথমবার বাবা হয়েছেন।

