বিএমসি দখলের লড়াইয়ে বড় চমক! তিক্ততা ভুলে এক হলেন উদ্ধব-রাজ

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই বদলে গেল মুম্বইয়ের রাজনৈতিক ছবি। বহুদিনের তিক্ততা ভুলে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC) নির্বাচনের আগে হাত মিলালেন উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে। ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে বড়সড় ধাক্কার পর মারাঠি ভোটব্যাংক ফেরাতেই এই পুনর্মিলনকে ‘মাস্টারস্ট্রোক’ হিসেবে দেখছেন রাজনৈতিক মহল।

মুম্বইয়ের ওরলি থেকে পাওয়া খবর অনুযায়ী, এই জোটের মূল স্লোগান হতে চলেছে— ‘ফক্ত ঠাকরে ব্র্যান্ড’। অর্থাৎ, ঠাকরে পরিবারের আবেগ ও পরিচয়কেই সামনে রেখে ভোটের ময়দানে নামার পরিকল্পনা। লক্ষ্য একটাই— একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা ও বিজেপির মহাযুতি জোটকে রুখে দেওয়া।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক নির্বাচনে হারের পর অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছেন উদ্ধব ও রাজ। সেই লড়াইয়ে মারাঠি মানুষের আবেগকে পুঁজি করাই তাঁদের প্রধান কৌশল। দীর্ঘ কয়েক দশক ধরে বিএমসি ছিল ঠাকরেদের শক্ত ঘাঁটি, যা ফের দখল করাই এখন তাঁদের ‘অ্যাসিড টেস্ট’।

যদিও এই জোটে আপাতত কংগ্রেস নেই, তবুও লড়াই ক্রমশ ‘ঠাকরে বনাম মহাযুতি’ আকার নিচ্ছে। প্রশ্ন একটাই— এই ঐক্য কি সত্যিই মারাঠি ভোট ফিরিয়ে আনতে পারবে?

প্রশ্ন ও উত্তর  


Q1. কেন উদ্ধব ও রাজ ঠাকরে আবার এক হলেন?
A1. বিএমসি নির্বাচনে মারাঠি ভোটব্যাংক ফেরানোই মূল লক্ষ্য।

Q2. এই জোটের প্রধান স্লোগান কী?
A2. ‘ফক্ত ঠাকরে ব্র্যান্ড’।

Q3. কার বিরুদ্ধে এই জোটের লড়াই?
A3. বিজেপি ও একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহাযুতি জোটের বিরুদ্ধে।

Q4. কংগ্রেস কি এই জোটে রয়েছে?
A4. না, আপাতত কংগ্রেস এই জোটে শামিল নয়।

Q5. এই জোটের সবচেয়ে বড় পরীক্ষা কী?
A5. বহু বছর পর আবার বিএমসি দখল করা।