বিধানসভা ভোট নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ ২৯৪টি আসনে কবে কোথায় ভোট হবে, শুক্রবার নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। সামনে পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট। অষ্টম দফায় (‌২৯ এপ্রিল)‌ ৩৫টি আসনে। মালদা পার্ট ২, বীরভূম, কলকাতা উত্তর।

সপ্তম দফা (‌২৬ এপ্রিল) ৩৬ আসনে। মালদা পার্ট ১, মুর্শিদাবাদ পার্ট ১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর‌
• ষষ্ঠ দফা (‌‌২২ এপ্রিল) ৪৩টি আসনে‌। নদিয়া পার্ট ২, পূর্ব বর্ধমান পার্ট ২, উত্তর দিনাজপুর
• পঞ্চম দফা (‌১৭ এপ্রিল) ৪৫টি আসনে‌। উত্তর ২৪ পরগনা পার্ট ১, নদিয়া পার্ট ১, পূর্ব বর্ধমান পার্ট ১, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি
• চতুর্থ দফায় ৪৪টি আসনে ভোট। হবে ৯ এপ্রিল। হাওড়া পার্ট ২ , হুগলি পার্ট ২, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ৩, কোচবিহার, আলিপুরদুয়ার
• তৃতীয় দফায় (‌৬ এপ্রিল)‌ ৩১টি আসনে ভোটগ্রহণ। হাওড়া (‌১), হুগলি (‌১), দক্ষিণ ২৪ পরগনা (‌২)‌‌‌
• দ্বিতীয় দফায় ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ ১ এপ্রিল। পশ্চিম মেদিনীপুর (২), পূর্ব মেদিনীপুর (২), দক্ষিণ ২৪ পরগনা (১)
• প্রথম দফায় ৩০ কেন্দ্রে ভোট। ভোটগ্রহণ ২৭ মার্চ। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর (১), পূর্ব মেদিনীপুর (১)
• বাংলায় ৮ দফায় ভোট
• বাংলা সহ সব রাজ্যে ২ মে ভোট গণনা
• পরীক্ষার দিনে ভোটগ্রহণ নয়।
• ফৌজদারি মামলায় যেসব প্রার্থীর নাম রয়েছে, সংবাদপত্র ও সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে তাঁদের সম্পর্কে বিশদে জানাতে হবে।ভোটকেন্দ্রে সিসিটিভি নজরদারি চলবে।
• রোড শোয়ে সর্বোচ্চ পাঁচটি গাড়ি থাকতে পারবে।
• বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।
• বাংলায় ভোটের সময়ে দু’‌জন বিশেষ পুলিশ পর্যবেক্ষক থাকছেন এবং আয়ে ব্যয়ের উপর নজরদারি রাখার জন্য একজন অর্থনৈতিক পর্যবেক্ষক নিয়োগ করা হবে। বিশেষ পুলিশ অবজার্ভার হবেন মৃণালকান্তি দাস ও বিবেক দুবে। অর্থনৈতিক পর্যবেক্ষক হচ্ছেন বি মুরলি কুমার।
• প্রচারে কোন মাঠ ফাঁকা থাকবে, তা তালিকা প্রকাশ করা হবে।
• যাঁরা সশরীরে মনোনয়ন জমা দিতে যাবেন, তাঁদের সঙ্গে সর্বোচ্চ দু’‌জন যেতে পারবেন।
• অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা।
• ভোটকর্মীদের টিকা দেওয়া হবে।
• স্পর্শকাতর ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রাজ্যে এসেছে।
• বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা যাবে, একসঙ্গে ৫ জনের বেশি নয়।
• ভোটদানের সময়ে ১ ঘন্টা বাড়ানো হচ্ছে। ২০১৬ সালে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৭৭,৪১৩
• বাংলায় বুথ সংখ্যা ১,‌০১,‌৯১৬। ভোট কেন্দ্রের সংখ্যায় ৩১.‌৬৫% বৃদ্ধি।
• সমস্ত ভোটকেন্দ্র হবে একতলায়

আরও পড়ুন -  VIDEO: ওয়েব দুনিয়ায় হটেস্ট সিরিজ মুক্তি পেয়েছে, দরজা জানালা বন্ধ করে দেখবেন