ফের কড়া মেজাজে আদালত। চিংড়িঘাটায় আটকে থাকা কমলা লাইনের মেট্রো কাজ নিয়ে আর কোনও ঢিলেমি বরদাস্ত করতে রাজি নয় কলকাতা হাই কোর্ট। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতেই হবে—স্পষ্ট নির্দেশ দিল আদালত।
মঙ্গলবার Calcutta High Court-এর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, কাজ কী ভাবে শেষ হবে তার পূর্ণাঙ্গ পরিকল্পনা ৬ জানুয়ারির মধ্যে রাজ্য ও ট্রাফিক পুলিশকে জমা দিতে হবে। রাজ্যের তরফে রায়ের উপর স্থগিতাদেশ চাওয়া হলেও তা খারিজ করে দেয় আদালত।
এর আগেও জানুয়ারির মধ্যেই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে কোনও অগ্রগতি না হওয়ায় এদিন অসন্তোষ প্রকাশ করেন বিচারপতিরা। আদালতের পর্যবেক্ষণ, গত ৪ সেপ্টেম্বর এবং ১৭ ডিসেম্বর একাধিক বৈঠক হলেও সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি।
রাজ্যের যুক্তি ছিল, উৎসবের মরসুম ও ব্যস্ত যান চলাচলের কারণে এখন রাস্তা বন্ধ করা সম্ভব নয়। কিন্তু আদালত সাফ জানিয়ে দেয়, “উৎসব কোনও অজুহাত হতে পারে না। মেট্রো প্রকল্প বৃহত্তর জনস্বার্থের সঙ্গে জড়িত।”
উল্লেখ্য, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত কমলা লাইনের মেট্রো সম্প্রসারণে চিংড়িঘাটার মাত্র ৩৬৬ মিটার অংশ এখনও অসম্পূর্ণ। ওই অংশে কাজ শেষ করতে রাস্তা বন্ধ রাখা ছাড়া উপায় নেই। এই নিয়েই দীর্ঘদিন ধরে রাজ্য, কেন্দ্র, ট্রাফিক পুলিশ ও নির্মাণকারী সংস্থার মধ্যে টানাপোড়েন চলছে।
এবার আদালতের স্পষ্ট নির্দেশ—সময়সীমার মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে, এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতেই হবে।
প্রশ্ন ও উত্তর
Q1. চিংড়িঘাটায় মেট্রোর কোন লাইনের কাজ আটকে আছে?
A1. নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত কমলা লাইনের মেট্রোর কাজ।
Q2. কাজ শেষ করার সময়সীমা কত?
A2. আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে।
Q3. পরিকল্পনা জমা দিতে হবে কবে?
A3. ৬ জানুয়ারির মধ্যে রাজ্য ও ট্রাফিক পুলিশকে পরিকল্পনা জানাতে হবে।
Q4. কাজ আটকে থাকার মূল কারণ কী?
A4. রাস্তা বন্ধের অনুমতি ও যানজটের আশঙ্কা।
Q5. আদালত কেন এত কড়া অবস্থান নিল?
A5. বারবার নির্দেশ সত্ত্বেও কাজের অগ্রগতি না হওয়ায়।

