ইন্দোনেশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, প্রাণ গেল ১৬ জনের

Published By: Khabar India Online | Published On:

ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই নেমে আসে ভয়াবহ বিপর্যয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া-তে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৬ জন।

সোমবার (২২ ডিসেম্বর) ভোরে একটি মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বার্তা সংস্থা এএফপি জানায়, বাসটি জাকার্তা থেকে **ইয়োগ্যাকার্তা**র উদ্দেশে যাত্রা করছিল।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে জানান, একটি হাইওয়ে ইন্টারচেঞ্জের মোড়ে পৌঁছানোর সময় বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের অবকাঠামোর সঙ্গে সংঘর্ষ হলে বাসটি উল্টে যায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ঘটনাস্থল থেকে মোট ৩৪ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৫ জনকে সেখানেই মৃত ঘোষণা করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন যাত্রীর মৃত্যু হয়।

আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারী সংস্থার প্রকাশিত ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ সরিয়ে নিতে দেখা যায় উদ্ধারকর্মীদের।

উল্লেখযোগ্যভাবে, ইন্দোনেশিয়ায় প্রায়ই এ ধরনের সড়ক দুর্ঘটনার খবর সামনে আসে। পুরোনো যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ, অতিরিক্ত গতি এবং সড়ক আইন না মানাকেই এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন ১: দুর্ঘটনাটি কোথায় ঘটেছে?
উত্তর: ইন্দোনেশিয়ার একটি মহাসড়কের হাইওয়ে ইন্টারচেঞ্জ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রশ্ন ২: মোট কতজন নিহত হয়েছেন?
উত্তর: এ দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।

প্রশ্ন ৩: বাসটি কোন রুটে চলাচল করছিল?
উত্তর: বাসটি জাকার্তা থেকে ইয়োগ্যাকার্তার উদ্দেশে যাচ্ছিল।

প্রশ্ন ৪: দুর্ঘটনার কারণ কী বলে জানানো হয়েছে?
উত্তর: অতিরিক্ত গতি এবং নিয়ন্ত্রণ হারানোই প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রশ্ন ৫: আহতদের কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে?
উত্তর: আহতদের সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।