নাম আছে, কিন্তু ঠিকানা নিয়ে প্রশ্ন—এই জটিলতার মাঝেই রাজ্যে শুরু হতে চলেছে গুরুত্বপূর্ণ ভোটার শুনানি। আগামী ২৭ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার অংশ হিসেবে শুনানি শুরু করবে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যাঁদের কোনও ম্যাপিং করা যায়নি, প্রথম পর্যায়ে তাঁদেরই শুনানির জন্য ডাকা হবে। রাজ্যে এমন ভোটারের সংখ্যা প্রায় ৩০ লক্ষ। ইতিমধ্যে প্রায় ১০ লক্ষ ভোটারকে নোটিস পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
শুনানি কোথায় হবে, তাও চূড়ান্ত করেছে কমিশন। কলকাতার ক্ষেত্রে বিভিন্ন সরকারি অফিস ও কলেজ বিল্ডিংয়ে শুনানি হবে। জেলাগুলিতে এই কাজ চলবে বিডিও অফিস এবং ব্লক স্তরের সরকারি দফতরগুলিতে। সংশ্লিষ্ট এলাকার ডিইও-র সঙ্গে আলোচনা করেই ইআরও-রা শুনানি কেন্দ্র ঠিক করবেন।
এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে প্রায় ৪ হাজার মাইক্রো অবজ়ার্ভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই মাইক্রো অবজ়ার্ভাররা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মী এবং তাঁদের মূল দায়িত্ব হবে শুনানি পর্বের তদারকি করা। আগামী বুধবার কলকাতার নজরুল মঞ্চে দু’দফায় তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।
তবে মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, এই পদে ‘দিল্লির লোক’ নিয়োগ করা হচ্ছে। যদিও সিইও দফতর স্পষ্ট জানিয়েছে, নিয়োগপ্রাপ্ত সকল মাইক্রো অবজ়ার্ভারই এ রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মী।
এর মধ্যেই গ্রাম থেকে শহর—বাড়ি বাড়ি গিয়ে বিএলও-রা এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের আরও ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও একসঙ্গে চলছে এসআইআর প্রক্রিয়া। কর্মসূত্রে বাইরে থাকা ভোটারদের জন্য অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থাও রেখেছে কমিশন।
প্রশ্ন ও উত্তর
১) ভোটার শুনানি কবে থেকে শুরু হচ্ছে?
আগামী ২৭ ডিসেম্বর থেকে রাজ্যে ভোটার শুনানি শুরু হবে।
২) কোন ভোটারদের প্রথমে ডাকা হবে?
২০০২ সালের তালিকার সঙ্গে যাঁদের ম্যাপিং হয়নি, তাঁদেরই প্রথম পর্যায়ে ডাকা হবে।
৩) শুনানি কোথায় হবে?
কলকাতায় সরকারি অফিস ও কলেজে, জেলায় বিডিও অফিস ও ব্লক স্তরের দফতরে শুনানি হবে।
৪) মাইক্রো অবজ়ার্ভারদের কাজ কী?
শুনানি প্রক্রিয়ার উপর নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করা।
৫) অনলাইনে ফর্ম পূরণের সুযোগ কারা পাবেন?
যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁরা অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন।

