হঠাৎ করেই মার্কিন ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে কর্মরত ভিসাধারী কর্মীদের আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলতে সতর্ক করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল ও অ্যাপল।
ভিসা নবায়ন ও পুনঃপ্রবেশ প্রক্রিয়ায় অস্বাভাবিক বিলম্বের আশঙ্কা থেকেই এই পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অভিবাসন আইন সংস্থাগুলোর অভ্যন্তরীণ নির্দেশনায় বলা হয়েছে, যেসব কর্মীর বৈধ এইচ-১বি ভিসা স্ট্যাম্প নেই, তাদের আপাতত যুক্তরাষ্ট্রের বাইরে না যাওয়াই নিরাপদ।
আইন সংস্থাগুলোর মতে, সাম্প্রতিক নীতিগত পরিবর্তন ও অতিরিক্ত যাচাইয়ের কারণে যুক্তরাষ্ট্রে ফেরার সময় দীর্ঘ বিলম্ব হতে পারে। এতে কর্মজীবন, বাসস্থান এমনকি পরিবারের ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বর্তমানে প্রতিটি ভিসা আবেদন আগের চেয়ে আরও গভীরভাবে যাচাই করা হচ্ছে। নিরাপত্তা যাচাইকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় সময় বেড়ে যাচ্ছে।
ডিসেম্বর মাসে ভিসা নবায়নের জন্য নিজ দেশে যাওয়া বহু প্রযুক্তি পেশাজীবীর দূতাবাস অ্যাপয়েন্টমেন্ট বাতিল বা পুনর্নির্ধারণের ঘটনাও সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে, একবার দেশ ছাড়লে নির্ধারিত সময়ে যুক্তরাষ্ট্রে ফেরা অনিশ্চিত হয়ে উঠছে।
বিশ্লেষকেরা বলছেন, অভিবাসী কর্মীদের ওপর নির্ভরশীল মার্কিন প্রযুক্তি খাতে এই পরিস্থিতি দীর্ঘ হলে উদ্ভাবন ও উৎপাদনশীলতায় প্রভাব পড়তে পারে।
প্রশ্ন ও উত্তর
১. কেন গুগল ও অ্যাপল কর্মীদের ভ্রমণ এড়াতে বলছে?
ভিসা নবায়ন ও পুনঃপ্রবেশে দীর্ঘ বিলম্বের আশঙ্কার কারণে।
২. কোন ভিসাধারীরা বেশি ঝুঁকিতে?
যাদের বৈধ এইচ-১বি ভিসা স্ট্যাম্প নেই তারা বেশি ঝুঁকিতে।
৩. ভিসা প্রক্রিয়ায় বিলম্বের কারণ কী?
নতুন নিরাপত্তা যাচাই ও কঠোর নীতিমালার জন্য সময় বাড়ছে।
৪. একবার দেশ ছাড়লে কী সমস্যা হতে পারে?
সময়ে যুক্তরাষ্ট্রে ফিরতে না পারার ঝুঁকি তৈরি হতে পারে।
৫. এই পরিস্থিতিতে কর্মীদের কী করা উচিত?
প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলা ও আইনি পরামর্শ নেওয়া উচিত।

