নীরবতার আড়াল ভেঙে অবশেষে নিজের জীবনের বড় সত্যটি সামনে আনলেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। তিন বছর পর তিনি নিশ্চিত করলেন, তাঁর সংসার আর টিকে নেই।
২০১৪ সালে ব্যবসায়ী আসিফ সালাহউদ্দিন মালিককে বিয়ে করার পর শোবিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিন্দু। অভিনয় ছেড়ে পুরোপুরি সংসারী জীবন বেছে নেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সংসারের ভাঙনের গুঞ্জন শোনা গেলেও এতদিন বিষয়টি নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী।
সম্প্রতি এক অনুষ্ঠানে বিন্দু জানান, ২০২২ সালেই তাঁদের বিচ্ছেদ হয়ে গেছে। যদিও ২০১৭ সাল থেকেই স্বামীর সঙ্গে আলাদা ছিলেন তিনি। পাঁচ বছরের সেপারেশনের পর চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান দুজন। বিন্দুর কথায়, তাঁর দাম্পত্য জীবনের পথচলা ছিল খুবই ছোট।
বিচ্ছেদের কারণ প্রসঙ্গে অভিনেত্রী স্পষ্ট করে কিছু বলতে চাননি। তিনি জানান, এই বিষয়ে আরেকজন মানুষ জড়িত, যার ব্যক্তিগত জীবনকে সম্মান করতেই তিনি কোনো ব্যাখ্যায় যেতে চান না।
২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন বিন্দু। অল্প সময়েই তিনি ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। অভিনয় থেকে বিরতি নেওয়ার আগে ২০১৪ সালের কোরবানির ঈদেই প্রচারিত হয় তাঁর অভিনীত ৫২টি নাটক।
ক্যারিয়ারের শুরুতে আরিফিন শুভ-র সঙ্গে জুটি বেঁধে বহু নাটকে অভিনয় করেন বিন্দু। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয় ছিল। বাস্তব জীবনেও একসময় সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা, যা পরবর্তীতে ভেঙে যায়।
দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে ‘উনিশ ২০’ ওয়েব ফিল্ম দিয়ে অভিনয়ে ফেরেন বিন্দু। বর্তমানে নিয়মিত কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি অভিনয় ছাড়াও ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী। গুলশানে তাঁর নিজস্ব বুটিক হাউস ‘আফসান বিন্দু ডিজাইনার স্টুডিও’, যেখানে এখন কাজ করছেন প্রায় ১৫ জন।
প্রশ্ন ও উত্তর
১. বিন্দুর বিচ্ছেদ কবে হয়েছে?
২০২২ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়।
২. কবে থেকে আলাদা ছিলেন তাঁরা?
২০১৭ সাল থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে সেপারেশন ছিল।
৩. বিচ্ছেদের কারণ কী?
ব্যক্তিগত কারণে বিন্দু তা প্রকাশ করতে চাননি।
৪. বিন্দু কি আবার অভিনয়ে ফিরছেন?
হ্যাঁ, তিনি নিয়মিত অভিনয় করতে আগ্রহী।
৫. বর্তমানে বিন্দু কী কাজ করছেন?
অভিনয়ের পাশাপাশি তিনি একটি বুটিক হাউস পরিচালনা করছেন।

