আবারও প্রশ্নে বিমান নিরাপত্তা, মাঝ আকাশে বিপর্যস্ত এয়ার ইন্ডিয়া

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই মাঝ আকাশে সবকিছু থমকে গেল! যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক, যখন উড়ানের কিছুক্ষণের মধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমানে ধরা পড়ে গুরুতর যান্ত্রিক গোলযোগ। দ্রুত সিদ্ধান্ত নিয়ে বড় দুর্ঘটনা এড়ান পাইলটরা।

সোমবার ভোররাতে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ বিমানটি। কিন্তু আকাশে ওঠার অল্প সময়ের মধ্যেই ডান দিকের ইঞ্জিনে তেলের চাপ অস্বাভাবিকভাবে কমতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেই চাপ নেমে আসে একেবারে শূন্যে।

পরিস্থিতির গুরুত্ব বুঝে ওই ইঞ্জিনটি বন্ধ করে দেওয়া হয়। কোনও রকম ঝুঁকি না নিয়ে পাইলটরা সঙ্গে সঙ্গেই দিল্লিতে ফিরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। দক্ষতায় বিমানটিকে নিরাপদে অবতরণ করানো সম্ভব হয়। বিমানে থাকা সমস্ত যাত্রী ও ক্রু সদস্যরা অক্ষত রয়েছেন।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির মেরামতির কাজ চলছে এবং যাত্রীদের বিকল্প বিমানে মুম্বই পাঠানো হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য যাত্রীদের কাছে ক্ষমাও চাওয়া হয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এয়ার ইন্ডিয়ার কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। পাশাপাশি ডিজিসিএ-কে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে একের পর এক যান্ত্রিক বিভ্রাটে বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১: কেন মাঝ আকাশে বিমানটি ফিরে আসে?
উত্তর: বিমানের ডান দিকের ইঞ্জিনে তেলের চাপ শূন্যে নেমে যাওয়ায় জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রশ্ন ২: যাত্রীরা কি নিরাপদ ছিলেন?
উত্তর: হ্যাঁ, সব যাত্রী ও ক্রু সদস্য সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।

প্রশ্ন ৩: কোন রুটে যাচ্ছিল বিমানটি?
উত্তর: দিল্লি থেকে মুম্বই যাওয়ার পথে ছিল বিমানটি।

প্রশ্ন ৪: পরে যাত্রীদের কী ব্যবস্থা করা হয়?
উত্তর: বিকল্প বিমানে যাত্রীদের মুম্বই পাঠানো হয়েছে।

প্রশ্ন ৫: ঘটনার তদন্ত কে করছে?
উত্তর: ডিজিসিএ পুরো বিষয়টি তদন্ত করছে।