সকালবেলা ব্যস্ত রাজাবাজার, আর ঠিক সেই সময়েই রক্তে ভিজে গেল রাস্তা—প্রকাশ্য দিবালোকে নৃশংস খুনে চাঞ্চল্য ছড়াল খাস কলকাতায়।
সোমবার সকালে কলকাতার রাজাবাজার এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় এক ফলবিক্রেতাকে। নিহতের নাম মেহবুব আলম (৪১)। তিনি নারকেলডাঙার বাসিন্দা এবং পেশায় ফল বিক্রি করতেন। প্রতিদিনের মতো এদিনও সকাল থেকে নিজের দোকানে বসেছিলেন তিনি।
স্থানীয়দের দাবি, সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এক যুবক দোকানে আসে। ঠিক কী নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে মুহূর্তের মধ্যেই অভিযুক্ত আচমকা ধারালো ছুরি বের করে মেহবুবকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। রাস্তায় উপস্থিত বহু মানুষ সবকিছু চোখের সামনে দেখলেও কেউ কিছু করার সুযোগ পাননি।
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মেহবুব। এর পরেই অভিযুক্ত দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যেখানে খুন হয়েছে, সেই রাস্তার অংশ ঘিরে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে পুলিশ। কী কারণে এই খুন, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: ঘটনাটি কোথায় ঘটেছে?
উত্তর: কলকাতার রাজাবাজার এলাকায়, প্রকাশ্য রাস্তায়।
প্রশ্ন ২: নিহত ব্যক্তির পরিচয় কী?
উত্তর: নিহতের নাম মেহবুব আলম (৪১), পেশায় ফলবিক্রেতা।
প্রশ্ন ৩: কখন এই খুনের ঘটনা ঘটে?
উত্তর: সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে।
প্রশ্ন ৪: অভিযুক্তকে কি গ্রেফতার করা হয়েছে?
উত্তর: এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তদন্ত চলছে।
প্রশ্ন ৫: কোন থানার পুলিশ তদন্ত করছে?
উত্তর: আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।

