কুয়াশায় ঢেকে গেল ফালাকাটা, পরপর পথ দুর্ঘটনায় শোকের ছায়া

Published By: Khabar India Online | Published On:

ঘন কুয়াশার চাদরে ঢাকা রাত, আর সেই সঙ্গে নেমে এল ভয়াবহ বিপর্যয়। ফালাকাটায় একই দিনে দুটি পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন, জখম হয়েছেন কমপক্ষে পাঁচজন।

শনিবার গভীর রাতে ফালাকাটা-মাদারিহাট রাজ্য সড়কের হলং সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকার গাড়ি রাস্তার পাশের নির্মীয়মাণ গার্ডওয়ালে ধাক্কা মারে। প্রবল ধাক্কার পর গাড়িটি উলটে পাশের নীচু জায়গায় পড়ে যায়। গাড়িতে চালকসহ পাঁচজন ছিলেন। ঘটনাস্থলেই কৌশিক দাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়। বাকি চারজন সামান্য জখম হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ফালাকাটা থানার পুলিশ এবং গাড়িটি উদ্ধার করা হয়।

এরপর রবিবার সকালে ফের দুর্ঘটনা। ফালাকাটার কুঞ্জনগর এলাকায় স্কুটারে করে আসার সময় পেছন থেকে একটি পণ্যবাহী গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন অধীর বর্মন ও তাঁর স্ত্রী রত্না বর্মন। প্রথমে তাঁদের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে রেফার করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অধীর বর্মনের। তাঁর স্ত্রীর পা ভেঙেছে বলে জানা গিয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার কারণেই এই দুটি দুর্ঘটনা। ঘাতক পণ্যবাহী গাড়ির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

প্রশ্ন ও উত্তর 


প্রশ্ন ১: ফালাকাটায় কতটি দুর্ঘটনা ঘটেছে?
উত্তর: একই দিনে দুটি পৃথক পথ দুর্ঘটনা ঘটেছে।

প্রশ্ন ২: মোট কতজনের মৃত্যু হয়েছে?
উত্তর: দুটি দুর্ঘটনায় মোট দু’জনের মৃত্যু হয়েছে।

প্রশ্ন ৩: দুর্ঘটনার প্রধান কারণ কী বলে মনে করা হচ্ছে?
উত্তর: পুলিশের মতে ঘন কুয়াশাই দুর্ঘটনার প্রধান কারণ।

প্রশ্ন ৪: দ্বিতীয় দুর্ঘটনায় আহতদের অবস্থা কেমন?
উত্তর: স্বামীর মৃত্যু হয়েছে, স্ত্রী গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন।

প্রশ্ন ৫: ঘাতক গাড়ির সন্ধান কি মিলেছে?
উত্তর: এখনও মেলেনি, পুলিশ তল্লাশি চালাচ্ছে।