ঘরের মাঠে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া, টানা চতুর্থ অ্যাশেজ জয়

Published By: Khabar India Online | Published On:

শেষ দিনেও নাটকীয়তা, কিন্তু ফলাফল একেবারেই পরিষ্কার। ঘরের মাঠে আবারও অ্যাশেজের মুকুট নিজেদের করে নিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে টানা চতুর্থবারের মতো অ্যাশেজ সিরিজ জিতে ক্রিকেট বিশ্বে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল Australia cricket team

পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুই টেস্ট জয়ের পর অ্যাডিলেডে তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৮২ রানে হারায় অজিরা। ফলে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে দুই ম্যাচ বাকি থাকতেই ট্রফি নিশ্চিত করে Pat Cummins-এর দল।

অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনেই জয়ের ভিত গড়ে দেয় অস্ট্রেলিয়া। ৪৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড চাপে পড়ে শুরু থেকেই। শেষ দিনে তাদের প্রয়োজন ছিল আরও ২২৮ রান, হাতে ছিল চার উইকেট।

পঞ্চম দিনের সকালে জেমি স্মিথ ও উইল জ্যাকস লড়াই চালালেও বেশিক্ষণ টিকতে পারেনি ইংলিশরা। স্মিথের মূল্যবান ৬০ রানের ইনিংস থামান বাঁহাতি পেসার Mitchell Starc। এরপর একে একে উইকেট হারিয়ে ৩৫২ রানে অলআউট হয় England cricket team

বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক, কামিন্স ও Nathan Lyon নেন তিনটি করে উইকেট। এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে ২০১৩, ২০১৭ ও ২০২১ সালের পর আবারও অ্যাশেজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া, যেখানে ইংল্যান্ড শেষবার ঘরের মাঠে অ্যাশেজ জিতেছিল ২০১৫ সালে।

প্রশ্ন ও উত্তর 


Q1. অস্ট্রেলিয়া কয় ম্যাচ হাতে রেখে অ্যাশেজ জিতেছে?
A1. দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

Q2. অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ড কত রানে হেরেছে?
A2. ইংল্যান্ড ৮২ রানে পরাজিত হয়েছে।

Q3. ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান কে করেছেন?
A3. ওপেনার জ্যাক ক্রলি সর্বোচ্চ ৮৫ রান করেন।

Q4. অস্ট্রেলিয়ার পক্ষে কারা সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন?
A4. স্টার্ক, কামিন্স ও নাথান লায়ন তিনটি করে উইকেট নেন।

Q5. ঘরের মাঠে অস্ট্রেলিয়ার এটি কততম অ্যাশেজ জয়?
A5. এটি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার টানা চতুর্থ অ্যাশেজ জয়।