বিশ্বকাপের আগে বড় চমক? ব্রাজিল স্কোয়াড নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

Published By: Khabar India Online | Published On:

বিশ্বকাপের এখনও অনেক সময় বাকি, কিন্তু ব্রাজিল শিবিরে প্রস্তুতির ছবি যেন স্পষ্টই—এমনই ইঙ্গিত দিলেন কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ জানিয়ে দিয়েছেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য সেলেসাওর স্কোয়াড প্রায় চূড়ান্ত হয়ে গেছে।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, আনুষ্ঠানিক ঘোষণা বাকি থাকলেও দলের মূল কাঠামো নির্ধারিত। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ শুরুর প্রায় এক মাস আগে, অর্থাৎ মে মাসে চূড়ান্ত দল ঘোষণা করা হতে পারে।

চোটমুক্ত থাকলে দলে জায়গা একপ্রকার নিশ্চিত ভিনিসিয়ুস জুনিয়রের। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড বর্তমানে ব্রাজিলের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা। তার সঙ্গে তরুণ প্রতিভা এস্তেভাওকেও নিশ্চিত সদস্য হিসেবে দেখছেন কোচ।

অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশ্রণেই দীর্ঘমেয়াদি বিশ্বকাপ অভিযানের পরিকল্পনা করছেন আনচেলত্তি। খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড নিয়ে থাকবে বাড়তি সতর্কতা, যা নিয়মিত পর্যবেক্ষণ করবে টেকনিক্যাল ও মেডিকেল টিম।

ড্র অনুযায়ী গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচ হবে মরক্কোর বিপক্ষে, ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। একই গ্রুপে রয়েছে স্কটল্যান্ড ও হাইতি। ভিন্ন ঘরানার প্রতিপক্ষ হওয়ায় আলাদা কৌশলে প্রস্তুতি নিতে হবে সেলেসাওদের।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সম্ভাব্য প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও ফ্রান্স, ভেন্যু হিসেবে আলোচনায় আছে অরল্যান্ডো ও বোস্টন। এছাড়া উত্তর আমেরিকায় রওনা দেওয়ার আগে ব্রাজিলে একটি বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

সব মিলিয়ে আনচেলত্তির বার্তা স্পষ্ট—ধারাবাহিকতা ও স্থিতিশীলতাই হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযানের মূল শক্তি। তবে নেইমারের ভবিষ্যৎ নিয়ে সরাসরি কিছু না বলায় তার বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

প্রশ্ন ও উত্তর

১) ২০২৬ বিশ্বকাপের ব্রাজিল দল কি চূড়ান্ত?
প্রধান কোচের মতে, স্কোয়াড প্রায় চূড়ান্ত হয়ে গেছে।

২) কবে আনুষ্ঠানিক দল ঘোষণা হতে পারে?
সম্ভবত বিশ্বকাপের এক মাস আগে, মে মাসে।

৩) ভিনিসিয়ুস জুনিয়র কি দলে থাকবেন?
চোট না থাকলে তার জায়গা নিশ্চিত বলে জানিয়েছেন কোচ।

৪) বিশ্বকাপের আগে কি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল?
হ্যাঁ, যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে দল।

৫) নেইমারের বিশ্বকাপ খেলা কি নিশ্চিত?
এ বিষয়ে কোচ সরাসরি কিছু বলেননি, অনিশ্চয়তা রয়েছে।