টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড, চার স্পিনারে ভরসা

Published By: Khabar India Online | Published On:

বিশ্বকাপের আগে আচমকা বড় চমক দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শনিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে বৈঠকের পর ঘোষণা হল ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল।

BCCI-এর নির্বাচক কমিটির বৈঠকে নেতৃত্ব দেন Ajit Agarkar। উপস্থিত ছিলেন কোচ Gautam Gambhir এবং অধিনায়ক Suryakumar Yadav। ১৫ সদস্যের দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অক্ষর পটেল।

সবচেয়ে বড় চমক, বিশ্বকাপের দলে জায়গা হয়নি শুভমন গিলের। সাম্প্রতিক ফর্মের অভাবই তাঁর বাদ পড়ার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন পর দলে ফিরেছেন ঈশান কিশন, যা অনেককেই অবাক করেছে। সুযোগ পেয়েছেন রিঙ্কু সিংহও, যিনি সাম্প্রতিক টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন।

বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। সেই কথা মাথায় রেখেই দলে চার জন বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়েছে। স্পিন অলরাউন্ডারদের উপস্থিতিও চোখে পড়ার মতো। তবে গতি আক্রমণে কোনও পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। ফলে মহম্মদ সিরাজ ও মহম্মদ শামির মতো তারকারা এই স্কোয়াডে নেই। ঋষভ পন্থকেও বিবেচনায় আনা হয়নি।

এই দলই জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে। বিশ্বকাপের আগে এই সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর পটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিংহ, শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, ঈশান কিশন, হর্ষিত রানা।

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে?
উত্তর: সূর্যকুমার যাদব ভারতকে নেতৃত্ব দেবেন।

প্রশ্ন ২: কেন শুভমন গিল দলে নেই?
উত্তর: সাম্প্রতিক টি-টোয়েন্টি ফর্ম ভালো না হওয়ায় তাঁকে বাদ দেওয়া হয়েছে।

প্রশ্ন ৩: কত জন স্পিনার রাখা হয়েছে দলে?
উত্তর: চার জন বিশেষজ্ঞ স্পিনার দলে রয়েছেন।

প্রশ্ন ৪: বিশ্বকাপ কোথায় হবে?
উত্তর: ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে।

প্রশ্ন ৫: এই দল কি অন্য কোনও সিরিজ খেলবে?
উত্তর: হ্যাঁ, জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে এই দল।