কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ জেলা শাসক, পুলিশ কমিশনার ও সিআইএস এফ এর ডেপুটি কমান্ডার এক যোগে রুটমার্চ আসানসোলের উত্তর থানা এলাকায়। শুক্রবার উওর থানার সাত নম্বর প্লাটফর্ম সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর এই রুটমার্চে উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এদিন জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, ভোটারদের মনবল বাড়াতে আসানসোলের সমস্ত থানা এলাকায় রুটমার্চ করা হবে। যাতে সেনসেটিভ এলাকা, ভারনাবেল এলাকা চিন্হিত করে সেগুলোতও রুটমার্চ করা হবে।
এদিন পুলিশ কমিশনার সুখেস জৈন বলেন, এখনো পর্যন্ত ৫ কোম্পানি সিআই এস এফ আমরা পেয়েছি। পশ্চিম বর্ধমানের প্রতিটি থানা এলাকায় সকালে ও বিকালে দুবার করে রুটমার্চ করা হবে। যে এলাকাগুলো চিন্হিত করা হয়েছে সেগুলোতেও রুটমার্চ করা হবে। আসানসোলের যে এলাকায় পূর্বে গন্ডগোলের রেকর্ড রয়েছে সেই এলাকাগুলোতেও রুটমার্চ করা হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন -  Weather Update: পুড়বে বাংলা চৈত্রের শেষে, আবহাওয়ার কি রকম আগামী কয়েকদিন?