অ্যাডিলেডের উইকেটে আবারও একই ছবি—ট্রাভিস হেড আর ইংল্যান্ডের অসহায় মুখ। শুরুতে চাপ থাকলেও ম্যাচের রাশ যে ধীরে ধীরে অস্ট্রেলিয়ার হাতে চলে যাচ্ছে, তা স্পষ্ট করে দিচ্ছে হেডের ব্যাট।
১৬৮ রানে ৮ উইকেট হারিয়ে ধস নামার শঙ্কায় পড়েছিল ইংল্যান্ড। তবে বেন স্টোকস ও জোফরা আর্চারের লড়াকু ব্যাটিংয়ে কিছুটা সম্মান বাঁচায় সফরকারীরা। নবম উইকেটে ১০৬ রানের জুটিতে ভর করে ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ২৮৬ রানে, অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে ৮৫ রান।
স্টোকস ৮৩ রান করেন, আর্চার খেলেন ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড তিনটি করে উইকেট নেন, নাথান লিয়নের ঝুলিতে আসে দুটি।
দ্বিতীয় ইনিংসে নামার পর থেকেই অস্ট্রেলিয়া ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ঘরের মাঠ অ্যাডিলেডে টানা চতুর্থ সেঞ্চুরির পথে এগোচ্ছেন ট্রাভিস হেড। ১৯৬ বল মোকাবিলায় ১৪২ রানে অপরাজিত থেকে তিনি আবারও ইংল্যান্ড বোলারদের হতাশ করেছেন। ৯৯ রানে জীবন পাওয়ার সুযোগটি পুরোপুরি কাজে লাগান হেড।
উসমান খাজার সঙ্গে গড়েন ৮৬ রানের জুটি, এরপর অ্যালেক্স ক্যারিকে নিয়ে অপরাজিত ১২২ রানের পার্টনারশিপ। ক্যারিও ৫২ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির পথে। দিন শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ২৭১ রান তুলে লিড বাড়ায় ৩৫৬ রানে।
ইংল্যান্ডের হয়ে জশ টাং নেন দুটি উইকেট, একটি করে পান ব্রাইডন কার্স ও উইল জ্যাকস। তবে সব ছাপিয়ে আলোচনায় ট্রাভিস হেডের ধারাবাহিক আধিপত্য।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: ট্রাভিস হেড কত রান করে অপরাজিত আছেন?
উত্তর: তিনি ১৪২ রানে অপরাজিত আছেন।
প্রশ্ন ২: এটি হেডের কততম টানা সেঞ্চুরি অ্যাডিলেডে?
উত্তর: এটি অ্যাডিলেডে তার টানা চতুর্থ সেঞ্চুরি।
প্রশ্ন ৩: ইংল্যান্ড প্রথম ইনিংসে কত রান করেছে?
উত্তর: ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয়।
প্রশ্ন ৪: অস্ট্রেলিয়ার বর্তমান লিড কত?
উত্তর: অস্ট্রেলিয়ার লিড এখন ৩৫৬ রান।
প্রশ্ন ৫: অস্ট্রেলিয়ার হয়ে কারা বেশি উইকেট নিয়েছেন?
উত্তর: প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড তিনটি করে উইকেট নিয়েছেন।

