সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ এক গৃহবধুর কীটনাশক খেয়ে আত্মহত্যার ঘটনায়চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা থানার যাত্রা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মহিষবাথান এর বাহিরগ্রামে। মৃত গৃহবধূর নাম শর্মিষ্ঠা রাজবংশী বয়স (২১) বছর।স্থানীয় সূত্রে জানা যায় মালদা জেলার নারায়ণপুরের কা মঞ্চ গ্রামের বাসিন্দা রাজবংশীর মেয়ে শর্মিষ্ঠা রাজবংশী গত মাস আগে পুরাতন মালদা থানার মহিষবাথান এলাকার ফনি রাজবংশী সাথে ভালোবাসা করে বিবাহ করে। ফনি পেশায় একজন কৃষক। বিয়ের পরে তাদের পরিবারে স্বামী-স্ত্রী মধ্যে পারিবারিক ঝামেলা লেগেই থাকত।গত ১৪ দিন আগে ওই গৃহবধূ জমিতে দেওয়া কীটনাশক খেয়ে নেয়। পরিবারের লোকেরা ভর্তি করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চলাকালীন আজ ভোর রাতে মৃত্যু হয় ওই গৃহবধূর। মৃত্যুর পরে সুখের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে। ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ।