ওটিটি কনটেন্ট নিয়ে সেন্সর বিতর্কে ফের নতুন মোড়। সংসদে কেন্দ্রের স্পষ্ট বক্তব্য সামনে আসতেই শুরু হয়েছে আলোচনা।
প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ওটিটি (OTT) প্ল্যাটফর্ম এখন বিনোদনের অন্যতম বড় মাধ্যম। কিন্তু বিভিন্ন সময় কিছু কনটেন্ট শিশু ও কিশোরদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে—এমন অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতেই লোকসভায় কেন্দ্র সরকার জানাল, ওটিটি প্ল্যাটফর্মগুলি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর আওতায় পড়বে না।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, ওটিটি প্ল্যাটফর্মগুলিকে ২০২১ সালের তথ্যপ্রযুক্তি (IT Rules 2021) মেনেই কনটেন্ট সম্প্রচার করতে হবে। অর্থাৎ বয়সভিত্তিক শ্রেণিবিন্যাস বাধ্যতামূলক এবং প্রতিটি প্ল্যাটফর্মকে নিজ দায়িত্বে কনটেন্ট যাচাই করে স্ট্রিম করতে হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্র ওটিটিতে নিষিদ্ধ কনটেন্ট নিয়ে কড়া অবস্থান নিয়েছিল। তবে এবার স্পষ্ট করা হল, সেন্সর বোর্ডের বদলে স্বনিয়ন্ত্রণ ব্যবস্থার উপরেই ভরসা রাখতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, নিয়ম ভাঙলে আইটি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই স্বাধীনতা থাকলেও দায়িত্ব এড়ানোর সুযোগ নেই ওটিটি প্ল্যাটফর্মগুলির।
প্রশ্ন ও উত্তর
1. OTT কনটেন্ট কি CBFC-র অধীনে পড়ে?
না, কেন্দ্র জানিয়েছে OTT কনটেন্ট CBFC-র আওতায় নয়।
2. তাহলে কোন নিয়মে চলবে OTT প্ল্যাটফর্ম?
২০২১ সালের তথ্যপ্রযুক্তি (IT Rules) অনুযায়ী কনটেন্ট সম্প্রচার করতে হবে।
3. বয়সভিত্তিক রেটিং কি বাধ্যতামূলক?
হ্যাঁ, প্রতিটি কনটেন্টে বয়সের শ্রেণিবিন্যাস থাকা বাধ্যতামূলক।
4. কনটেন্টের দায় কার?
ওটিটি প্ল্যাটফর্মগুলিকেই নিজ দায়িত্বে কনটেন্ট যাচাই করতে হবে।
5. নিয়ম ভাঙলে কী হতে পারে?
আইটি আইনের অধীনে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

