দীর্ঘ অপেক্ষার অবসান। বলিউডে ফের একসঙ্গে ফিরছেন অক্ষয় কুমার ও বিদ্যা বালান। এই খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিশন মঙ্গল’-এর পর এই জুটিকে আর বড় পর্দায় দেখা যায়নি।
শোনা যাচ্ছে, পরিচালক অনীশ বাজমির আসন্ন নতুন ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করবেন বিদ্যা বালান। উল্লেখযোগ্য বিষয়, এই ছবিতে অক্ষয়ের সঙ্গে দু’জন নায়িকা থাকার কথা। তাঁদের মধ্যে একজন বিদ্যা, তবে অন্য অভিনেত্রীর নাম এখনও চূড়ান্ত হয়নি।
প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তি পাওয়া ‘থ্যাঙ্ক ইউ’ ছবির প্রায় ১৫ বছর পর আবার অনীশ বাজমির পরিচালনায় কাজ করতে চলেছেন অক্ষয় কুমার। সেই ছবিতে বিদ্যার যোগদান দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।
এই মুহূর্তে ছবির চিত্রনাট্যের কাজ চলছে বলে জানা যাচ্ছে। গল্প বা চরিত্র নিয়ে নির্মাতারা এখনও মুখ খোলেননি। তবে খুব শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রশ্ন ও উত্তর
Q1. কবে শেষবার অক্ষয় ও বিদ্যা একসঙ্গে কাজ করেছিলেন?
A1. ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘মিশন মঙ্গল’ ছবিতে।
Q2. নতুন ছবিটির পরিচালক কে?
A2. ছবিটি পরিচালনা করছেন অনীশ বাজমি।
Q3. এই ছবিতে কি একাধিক নায়িকা থাকছেন?
A3. হ্যাঁ, অক্ষয়ের বিপরীতে দু’জন নায়িকা থাকার কথা।
Q4. ছবির গল্প সম্পর্কে কি কিছু জানা গেছে?
A4. না, নির্মাতারা এখনও গল্প বা চরিত্র নিয়ে কিছু জানাননি।
Q5. কবে থেকে শ্যুটিং শুরু হবে?
A5. খুব শীঘ্রই শ্যুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

