মধ্যরাত পেরোতেই বদলে গেল সংসদের ছবি। রাজ্যসভায় পাশ হয়ে গেল ‘জি-রামজি’ বিল, আর তার পরেই সংসদ চত্বরে শুরু হল রাতভর প্রতিবাদ। তীব্র শীত উপেক্ষা করে লেপ-কম্বল মুড়িয়ে অবস্থান-বিক্ষোভে বসেন তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ।
বৃহস্পতিবার মধ্যরাতের পরে রাজ্যসভায় ধ্বনিভোটে পাশ হয় জি-রামজি বিল। এর বিরোধিতায় সংসদ ভবনের সামনে প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, সাগরিকা ঘোষ-সহ তৃণমূলের সাংসদেরা। নেতৃত্বে ছিলেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
দিল্লির তাপমাত্রা তখন ১০-১১ ডিগ্রি সেলসিয়াস। সেই ঠান্ডার মধ্যেই গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি টাঙিয়ে, তার নীচে কম্বল মুড়িয়ে রাত কাটান সাংসদেরা। দলের প্রবীণ সদস্যদের কথা ভেবে আগে থেকেই গরম পোশাক ও চাদরের ব্যবস্থা করা হয়েছিল।
তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলে ‘বিকশিত ভারত গ্রামীণ রোজগার অজীবিকা মিশন গ্যারান্টি বিল’ করে শ্রমিকদের মর্যাদাকে আঘাত করেছে। মহাত্মা গান্ধীর নাম সরানোকে তারা দেশের শ্রমজীবী মানুষের অপমান বলেই দেখছে।
বিক্ষোভে ‘মনরেগার হত্যা’ লেখা প্ল্যাকার্ডও নজরে আসে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের বকেয়া অর্থের প্রসঙ্গ তুলে কেন্দ্রকে আক্রমণ করে তৃণমূল। বিরোধীদের দাবি, বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়নি এবং তাড়াহুড়ো করে পাশ করানো হয়েছে।
ভোরের দিকে সমাজমাধ্যমে ধর্নার ছবি পোস্ট করে তৃণমূল সাংসদেরা জানান, ১২ ঘণ্টারও বেশি সময় ধরে প্রতিবাদ চলছে। জি-রামজি বিল ঘিরে এই প্রতিবাদ আগামী দিনে আরও রাজনৈতিক উত্তাপ বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রশ্ন ও উত্তর
1. জি-রামজি বিল কী?
এটি কেন্দ্রের আনা গ্রামীণ কর্মসংস্থান সংক্রান্ত নতুন বিল।
2. কবে রাজ্যসভায় বিলটি পাশ হয়?
বৃহস্পতিবার মধ্যরাতের পরে ধ্বনিভোটে বিলটি পাশ হয়।
3. কেন তৃণমূল সাংসদেরা বিক্ষোভে বসেন?
মনরেগা প্রকল্পের নাম ও গান্ধীর নাম সরানোর প্রতিবাদে।
4. বিক্ষোভ কোথায় হয়েছে?
দিল্লিতে সংসদ ভবনের চত্বরে।
5. ধর্নার নেতৃত্বে কে ছিলেন?
তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

