পেট্রোপণ্য সহ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে তৃণমূল যুব কংগ্রেস

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ পেট্রোপণ্য সহ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল ইংলিশবাজার শহর তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার এই মর্মে মালদা শহরের সরকারি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা। নেতৃত্ব দেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি, ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটররা সহ অন্যান্যরা। এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস জানান, কেন্দ্রীয় বিজেপি সরকারের আমলে মধ্যবিত্ত এবং গরিবদের অবস্থা শোচনীয়।

আরও পড়ুন -  Soumitrisha Kundu: এই প্রথমবার দেবের সাথে, দমবন্ধ হয়ে আসছিলো সৌমিতৃষার!

প্রতিদিনই বাড়ছে রান্নার গ্যাসের দাম। আকাশছোঁয়া পেট্রোল ডিজেল এরই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলনে নেমেছেন তারা।