লোকসভা উত্তাল, ধ্বনিভোটে পাশ হল ‘জি রাম জি’ বিল

Published By: Khabar India Online | Published On:

লোকসভায় হঠাৎ করেই উত্তেজনা, স্লোগান আর প্রতিবাদে কার্যত থমকে গেল সংসদের কাজ। বহু বিতর্ক ও আপত্তির পর শেষ পর্যন্ত ধ্বনিভোটে পাশ হয়ে গেল ‘জি রাম জি’ (G RAM G) বিল। ১০০ দিনের কাজের প্রকল্পের নামবদল ঘিরে শাসক ও বিরোধী শিবিরের সংঘাত এদিন চরমে ওঠে।

বুধবার থেকেই সংসদে শুরু হয় এই বিল নিয়ে আলোচনা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও থামেনি বিতর্ক। শাসক-বিরোধী মিলিয়ে প্রায় শতাধিক সাংসদ তাঁদের বক্তব্য রাখেন। মধ্যরাত পেরিয়ে অধিবেশন মুলতুবি করতে হয় স্পিকারকে।

বৃহস্পতিবার ফের অধিবেশন শুরু হতেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বক্তব্য রাখতে উঠলে প্রতিবাদে ফেটে পড়ে বিরোধীরা। ওয়েলে নেমে গান্ধির ছবি দেখিয়ে স্লোগান, বিলের কপি ছেঁড়া—সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে অশান্ত। বিরোধী সাংসদদের দাবি ছিল, বিলটি সংসদীয় কমিটিতে পাঠানো হোক।

তবে সব আপত্তি উপেক্ষা করেই শেষমেশ ধ্বনিভোটে ‘জি রাম জি’ বিল পাশ করানো হয়। এর পর গোটা দিনের জন্য লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। এদিনই বিলটি রাজ্যসভায় পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিল পাশ ঘিরে রাজনৈতিক বিতর্ক সংসদের বাইরেও ছড়িয়ে পড়ে। কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের অভিযোগ, প্রকল্প থেকে গান্ধির নাম সরিয়ে জাতির জনকের অবমাননা করা হয়েছে। কলকাতায় শিল্প সম্মেলনের মঞ্চ থেকেও বিষয়টি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কেন্দ্রের পালটা দাবি, গান্ধির আদর্শ মেনেই উন্নয়নের পথে হাঁটছে মোদি সরকার।

প্রশ্ন ও উত্তর

Q1. G RAM G বিল কী?
 এটি ১০০ দিনের কাজের প্রকল্পের নাম পরিবর্তন সংক্রান্ত কেন্দ্রীয় বিল।

Q2. লোকসভায় বিলটি কীভাবে পাশ হল?
 বিরোধীদের প্রতিবাদের মধ্যেই ধ্বনিভোটে বিলটি পাশ হয়।

Q3. কেন এই বিল নিয়ে বিরোধিতা হচ্ছে?
 প্রকল্প থেকে গান্ধির নাম সরানো হয়েছে বলে বিরোধীদের অভিযোগ।

Q4. বিরোধীরা কী দাবি জানিয়েছিল?
 বিলটি সংসদীয় কমিটিতে পাঠিয়ে বিস্তারিত আলোচনার দাবি জানানো হয়।

Q5. এরপর বিলটির ভবিষ্যৎ কী?
 লোকসভায় পাশের পর বিলটি রাজ্যসভায় পেশ করা হতে পারে।