হঠাৎই থমকে গেল শহরের লাইফলাইন। ব্যস্ত সন্ধ্যাবেলায় কলকাতা মেট্রোর ব্লু লাইনে যান্ত্রিক ত্রুটির জেরে চরম ভোগান্তির মুখে পড়লেন যাত্রীরা। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী লাইনে মেট্রো পরিষেবা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে।
সূত্রের খবর, টালিগঞ্জ থেকে নেতাজি মেট্রো স্টেশনের মাঝামাঝি লাইনের উপরেই দাঁড়িয়ে পড়ে একটি মেট্রো রেক। এর জেরে পিছনে থাকা একের পর এক মেট্রো থমকে যায়। ফলে শহিদ ক্ষুদিরামগামী রুটে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বাধ্য হন যাত্রীরা।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানায়, ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেমে অ্যালার্ম বেজে ওঠে। সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির আশঙ্কায় নিরাপত্তার কারণে সাময়িকভাবে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। সেই সময় ব্লু লাইনে কেবল দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত আংশিক পরিষেবা চালু ছিল।
ঘটনাক্রমে জানা যায়, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে এসপ্ল্যানাড থেকে শহিদ ক্ষুদিরামগামী মেট্রো ছাড়ে। টালিগঞ্জে যাত্রী নামানোর পর ৬টা ৫৫ মিনিটে রওনা দিলেও নেতাজি স্টেশনে পৌঁছনোর আগেই মেট্রোটি থেমে যায়। ৭টা ৫ মিনিটে যান্ত্রিক ত্রুটির ঘোষণা করা হয় এবং প্রায় ২০ মিনিট পর ফের চলাচল শুরু হয়।
এই সময় কালীঘাট সহ একাধিক স্টেশনে মেট্রো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও সন্ধ্যার ব্যস্ত সময়ে যাত্রীদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন 1: কলকাতা মেট্রোর ব্লু লাইনে কী সমস্যা হয়েছিল?
উত্তর: ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেমে অ্যালার্ম ও সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির কারণে পরিষেবা ব্যাহত হয়।
প্রশ্ন 2: কোন রুটে মেট্রো পরিষেবা বন্ধ ছিল?
উত্তর: শহিদ ক্ষুদিরামগামী লাইনে পরিষেবা সবচেয়ে বেশি প্রভাবিত হয়।
প্রশ্ন 3: মেট্রো কতক্ষণ বন্ধ ছিল?
উত্তর: কিছু রেকে প্রায় ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়।
প্রশ্ন 4: আংশিক পরিষেবা কোন রুটে চালু ছিল?
উত্তর: দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছিল।
প্রশ্ন 5: এখন কি পরিষেবা স্বাভাবিক?
উত্তর: মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়েছে।

