খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই নড়েচড়ে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈধ কোনও ভোটারের নাম যেন বাদ না যায়, সেই বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবার বিএলএ-দের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন তিনি।
আগামী ২২ ডিসেম্বর নেতাজি ইন্ডোরে এই বৈঠকে মূলত কলকাতা ও হাওড়া-হুগলি সংলগ্ন জেলার বিএলএ-দের ডাকা হয়েছে। পাশাপাশি, যেসব গুরুত্বপূর্ণ কর্মী বুথে বুথে ঘুরে ভোট সংক্রান্ত কাজে যুক্ত থাকেন, তাঁদেরও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
খসড়া তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনের তরফে যেসব নাম বাদ পড়ার তথ্য সামনে এসেছে, তার প্রতিটি ক্ষেত্রেই খুঁটিয়ে যাচাই করতে চান মুখ্যমন্ত্রী। বৈধ ভোটারের নাম ভুল করে বাদ গিয়েছে কি না, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এই বৈঠক বলে রাজনৈতিক মহলের ধারণা।
এর আগেই নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠক করেন মমতা। সেখানে বিএলএ ও পুর এলাকার কাউন্সিলরদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়—বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে, কোনও বৈধ ভোটারের নাম বাদ পড়েছে কি না।
দলীয় সূত্রে জানা গিয়েছে, পাড়ায় পাড়ায় ক্যাম্প করে মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নথি সংক্রান্ত সমস্যায় পড়লে ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্পে নিয়ে যাওয়ার পাশাপাশি প্রয়োজনে বাড়ি গিয়ে সাহায্য করতেও বলা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন, সরকারি বিএলও এবং দলের বিএলএ-দের মধ্যে বুথস্তরে যথাযথ সমন্বয় ছিল কি না। কোথাও ফর্ম জমা না হওয়া বা জীবিত ভোটারকে ‘মৃত’ দেখানোর মতো গুরুতর ভুল হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখতে বলা হয়েছে।
শুনানির জন্য যেসব ভোটারকে ডাকা হবে, তাঁদের যেন কোনও সমস্যায় না পড়তে হয়, সেই দায়িত্বও দলের কর্মীদের নিতে হবে বলে নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী। পাশাপাশি, গোটা প্রক্রিয়ার উপর ওয়ার্ডভিত্তিক রিপোর্ট তৈরির কথাও বলা হয়েছে।
প্রশ্ন ও উত্তর
1. কেন বিএলএ-দের নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী?
খসড়া ভোটার তালিকায় বৈধ ভোটারের নাম বাদ পড়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই বৈঠক।
2. কবে ও কোথায় বৈঠক হবে?
২২ ডিসেম্বর নেতাজি ইন্ডোরে বৈঠক হবে।
3. কোন কোন জেলার বিএলএ-দের ডাকা হয়েছে?
কলকাতা এবং হাওড়া-হুগলি সংলগ্ন জেলার বিএলএ-দের ডাকা হয়েছে।
4. ভোটারদের জন্য কী নির্দেশ দেওয়া হয়েছে?
বাড়ি বাড়ি গিয়ে যাচাই, নথি সমস্যায় সাহায্য ও ক্যাম্পের মাধ্যমে সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে।
5. শুনানির সময় ভোটারদের জন্য কী ব্যবস্থা থাকবে?
শুনানিতে ডাকা ভোটারদের পাশে থেকে সবরকম সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে।

