কেকেআরের পেস আক্রমণে মুস্তাফিজ, নিলামে শেষ হাসি শাহরুখ খানের দলের

Published By: Khabar India Online | Published On:

শেষ মুহূর্তে চমক—আইপিএলের মিনি নিলামে বড় বাজি খেলল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিল কেকেআর, চেন্নাই সুপার কিংসকে সরাসরি টেক্কা দিয়ে।

সাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্ত্তজা, লিটন দাসের পর আরও এক বাংলাদেশি ক্রিকেটার জায়গা পেলেন কেকেআরের পরিবারে। যদিও লিটন কলকাতার হয়ে ম্যাচ খেলতে না পারলেও, মুস্তাফিজের অভিজ্ঞতা ও ডেথ ওভারের দক্ষতা দলকে বাড়তি শক্তি দেবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

মুস্তাফিজ আসায় কলকাতার পেস বোলিং আক্রমণ আরও ধারালো হল। আগেই কেকেআর দলে নিয়েছে মাথিসা পাথিরানা এবং অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে। সেই তালিকায় মুস্তাফিজ যুক্ত হওয়ায় বোলিং বিভাগে ভারসাম্য ও বৈচিত্র্য দুটোই বাড়ল।

এই মিনি নিলামে একের পর এক বড় চমক দিয়েছে কেকেআর। ক্যামেরুন গ্রিনকে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় তুলে নেওয়া হলেও আইপিএলের নিয়ম অনুযায়ী তিনি পাবেন ১৮ কোটি টাকা। পাথিরানাকে নেওয়া হয়েছে ১৮ কোটিতে। প্রতিটি ক্ষেত্রেই কলকাতাকে জোর লড়াই করতে হলেও শেষ পর্যন্ত হাসি ফুটেছে শাহরুখ খানের দলের মুখে।

এর পাশাপাশি টিম সেইফার্ট (১.৫ কোটি), রাহুল ত্রিপাঠি (৭৫ লক্ষ), প্রশান্ত সোলাঙ্কি (৩০ লক্ষ) এবং ফিন অ্যালেনকেও দলে নিয়েছে কেকেআর। সব মিলিয়ে নতুন মরসুমের আগে দল গঠনে আক্রমণাত্মক পরিকল্পনার ইঙ্গিত দিল কলকাতা।

প্রশ্ন ও উত্তর


প্রশ্ন 1: মুস্তাফিজুর রহমানকে কত টাকায় কিনেছে কেকেআর?
উত্তর: ৯ কোটি ২০ লক্ষ টাকায়।

প্রশ্ন 2: নিলামে মুস্তাফিজকে নিয়ে কোন দলের সঙ্গে লড়াই হয়েছিল?
উত্তর: চেন্নাই সুপার কিংসের সঙ্গে।

প্রশ্ন 3: মুস্তাফিজ আসায় কেকেআরের কী লাভ হবে?
উত্তর: পেস আক্রমণ ও ডেথ ওভারের বোলিং আরও শক্তিশালী হবে।

প্রশ্ন 4: এই নিলামে কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার কে?
উত্তর: ক্যামেরুন গ্রিন।

প্রশ্ন 5: কেকেআরে এর আগে কোন কোন বাংলাদেশি খেলেছেন?
উত্তর: সাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্ত্তজা ও লিটন দাস।