উৎসবের আবহে নয়, বরং গভীর শোকের ছায়া নিয়েই শুরু হতে চলেছে অ্যাসেজ সিরিজের তৃতীয় টেস্ট। বুধবার অ্যাডিলেডে গড়াতে চলেছে বহু প্রতীক্ষিত ম্যাচ, কিন্তু তার আগে সিডনির বন্ডি সমুদ্র সৈকতের ভয়াবহ হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড—দু’দলেরই ক্রিকেটারদের মন।
এই মর্মান্তিক ঘটনার পর যৌথ বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বিবৃতিতে জানানো হয়েছে, বন্ডি সৈকতে ঘটে যাওয়া নারকীয় হত্যালীলায় তারা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কঠিন সময়ে ইহুদি সম্প্রদায় ও অস্ট্রেলিয়ার জনগণের পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে।
খবরে জানা গিয়েছে, নির্বিচারে গুলিচালনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন, আহত প্রায় তিরিশ। এখনও বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে রক্তদানের আবেদন জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সিডনিবাসী কামিন্স সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই সংকটময় সময়ে রক্তের ভীষণ প্রয়োজন।
ইংল্যান্ড শিবিরও ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। নিরাপত্তার কথা মাথায় রেখে অ্যাডিলেডে তৃতীয় টেস্ট চলাকালীন কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শকদের প্রবেশে থাকবে চিরুনি তল্লাশি, মাঠের ভিতরেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। ম্যাচ চলাকালীন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড—দু’দেশের পতাকা থাকবে অর্ধনমিত।
বুধবার খেলা শুরুর আগে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। উল্লেখযোগ্যভাবে, ঘটনার সময় বন্ডি সৈকতেই ছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, গুলির শব্দ শুনেই আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।
খেলার দিক থেকে দেখলে, ইংল্যান্ড তাদের একাদশে পরিবর্তন এনেছে। গাস অ্যাটকিনসনের জায়গায় দলে ঢুকেছেন জস টং। সিরিজের প্রথম দুই টেস্ট জিতে এগিয়ে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে জয় পেলেই অ্যাসেজ নিশ্চিত হবে তাদের। অন্যদিকে, সিরিজ বাঁচাতে মরিয়া ইংল্যান্ড।
প্রশ্ন ও উত্তর
1. অ্যাসেজের তৃতীয় টেস্ট কবে শুরু হচ্ছে?
বুধবার অ্যাডিলেডে শুরু হচ্ছে অ্যাসেজ সিরিজের তৃতীয় টেস্ট।
2. বন্ডি সৈকতের ঘটনায় কতজন নিহত হয়েছেন?
নির্বিচারে গুলিচালনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।
3. ক্রিকেটাররা কীভাবে শ্রদ্ধা জানাবেন?
খেলার আগে এক মিনিট নীরবতা পালন ও কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন ক্রিকেটাররা।
4. নিরাপত্তা ব্যবস্থায় কী পরিবর্তন আনা হয়েছে?
মাঠে দর্শকদের জন্য কড়া তল্লাশি ও অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
5. তৃতীয় টেস্টে জিতলে অস্ট্রেলিয়ার কী হবে?
অ্যাডিলেডে জয় পেলেই অস্ট্রেলিয়া অ্যাসেজ সিরিজ নিশ্চিত করবে।

