বক্স অফিসে ঝড় ‘ধুরন্ধর’, এবার পার্ট ২ নিয়ে শ্রদ্ধা কাপুরের আবদার

Published By: Khabar India Online | Published On:

বক্স অফিসে মুক্তির পর থেকেই যেন থামার নাম নিচ্ছে না ‘ধুরন্ধর’-এর ঝড়। দর্শকের পাশাপাশি এই ছবি গভীর প্রভাব ফেলেছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের মনেও। সিনেমাটি দেখার পর তাঁর প্রতিক্রিয়া এতটাই তীব্র যে তিনি আর অপেক্ষা করতে রাজি নন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবির পরিচালক আদিত্য ধরকে সরাসরি অনুরোধ জানিয়েছেন শ্রদ্ধা। তাঁর দাবি, ‘ধুরন্ধর: পার্ট ২ – রিভেঞ্জ’-এর মুক্তির দিন যেন খানিকটা এগিয়ে আনা হয়। ইনস্টাগ্রাম স্টোরিতে মজার অথচ আবেগঘন ভাষায় তিনি লেখেন, এত দুর্দান্ত একটি ছবি বানিয়ে দর্শককে তিন মাস অপেক্ষা করানো একেবারেই ঠিক নয়।

শ্রদ্ধার এই মন্তব্যেই স্পষ্ট, ‘ধুরন্ধর’ দর্শকের মনে কতটা গভীর ছাপ ফেলেছে। অভিনেত্রী আরও জানান, শুটিং না থাকলে তিনি আবারও হলে গিয়ে ছবিটি দেখতেন। তাঁর এই অপ্রত্যাশিত প্রতিক্রিয়া ইতিমধ্যেই বলিউডে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ বাস্তব জীবনের একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার অনুপ্রেরণায় তৈরি। ১৯৯৯ সালের বিমান হামলা, ২০০১ সালের সংসদ হামলা ও ২০০৮ সালের মুম্বই হামলার ছায়া রয়েছে ছবির গল্পে। রণবীর সিং, অক্ষয় খান্না ও আর. মাধবনের শক্তিশালী অভিনয় দর্শককে মুগ্ধ করেছে।

৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে ‘ধুরন্ধর’। এই ছবির মাধ্যমে রণবীর সিং আরও একবার প্রমাণ করেছেন, তিনি এখনও বলিউডের এগিয়ে থাকা অভিনেতাদের অন্যতম। ছবির বিপুল সাফল্যের জেরেই ২০২৬ সালের মার্চে মুক্তির কথা ঘোষণা করা হয়েছে সিক্যুয়েলের। তবে শ্রদ্ধা কাপুরের আবদারে সেই পরিকল্পনায় বদল আসে কি না, সেটাই এখন দেখার।

প্রশ্ন ও উত্তর

Q1. ‘ধুরন্ধর’ কবে মুক্তি পেয়েছে?
A1. ছবিটি ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

Q2. ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল কবে আসার কথা?
A2. প্রাথমিকভাবে ২০২৬ সালের মার্চে মুক্তির কথা ঘোষণা করা হয়েছে।

Q3. শ্রদ্ধা কাপুর কেন সিক্যুয়েল এগিয়ে আনার অনুরোধ করেছেন?
A3. ছবিটি তাঁর এতটাই ভালো লেগেছে যে তিনি অপেক্ষা করতে চান না।

Q4. ছবির পরিচালক কে?
A4. ‘ধুরন্ধর’ পরিচালনা করেছেন আদিত্য ধর।

Q5. ছবির মূল অভিনেতারা কারা?
A5. রণবীর সিং, অক্ষয় খান্না ও আর. মাধবন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।