গুগলের নতুন ফিচারে বদলে যাবে ভাষায় কথা বলার অভিজ্ঞতা

Published By: Khabar India Online | Published On:

ভাষার পার্থক্য নিয়ে আর চিন্তা করার দিন কি শেষ হতে চলেছে? গুগলের নতুন আপডেট ঠিক সেই ইঙ্গিতই দিচ্ছে। গুগল ট্রান্সলেট অ্যাপে যুক্ত হলো এমন একটি ফিচার, যা সাধারণ হেডফোনকেই রিয়েল-টাইম অনুবাদক হিসেবে ব্যবহার করতে দেবে।

এই নতুন সুবিধাটি বর্তমানে বেটা সংস্করণে চালু হয়েছে। ব্যবহারকারীর প্রয়োজন হবে কেবল একটি উপযোগী অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও গুগল ট্রান্সলেট অ্যাপ। হেডফোন কানে লাগিয়ে লাইভ ট্রান্সলেট অপশনে ট্যাপ করলেই শোনা যাবে পছন্দের ভাষায় অনুবাদ।

গুগল জানিয়েছে, এই ফিচারে ৭০টিরও বেশি ভাষার অডিও অনুবাদ পাওয়া যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল জেমিনি ব্যবহার করে অনুবাদকে আরও প্রাকৃতিক ও প্রসঙ্গভিত্তিক করার চেষ্টা করা হয়েছে। ফলে প্রবাদ, বাগধারা বা স্থানীয় স্ল্যাংয়ের অর্থ বোঝাও হবে তুলনামূলক সহজ।

এর আগে এই সুবিধা কেবল পিক্সেল বাডস ব্যবহারকারীদের জন্য সীমিত ছিল। তবে নতুন আপডেটে যেকোনো সাধারণ হেডফোনই একমুখী লাইভ অনুবাদ ডিভাইসে পরিণত হবে।

দৈনন্দিন কথোপকথন, বিদেশ ভ্রমণের সময় পাবলিক ঘোষণা বোঝা কিংবা ভিন্ন ভাষার টিভি অনুষ্ঠান ও অনলাইন কনটেন্ট অনুসরণ—সব ক্ষেত্রেই এই ফিচার কার্যকর হতে পারে বলে মনে করছে গুগল।

বর্তমানে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ভারতে এই বেটা ফিচার চালু হচ্ছে। ভবিষ্যতে আরও দেশ ও আইওএস প্ল্যাটফর্মে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, ভাষা শেখার অগ্রগতি বুঝতে স্ট্রিক ট্র্যাকিং ও উন্নত ফিডব্যাক ব্যবস্থাও যুক্ত করা হচ্ছে।

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন 1: কোন ডিভাইসে এই ফিচার ব্যবহার করা যাবে?
উত্তর: বর্তমানে উপযোগী অ্যান্ড্রয়েড ফোনে গুগল ট্রান্সলেট অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে।

প্রশ্ন 2: কি বিশেষ হেডফোন লাগবে?
উত্তর: না, যেকোনো সাধারণ হেডফোনেই এই ফিচার কাজ করবে।

প্রশ্ন 3: কতগুলো ভাষা সমর্থন করবে এই ফিচার?
উত্তর: ৭০টিরও বেশি ভাষায় রিয়েল-টাইম অডিও অনুবাদ পাওয়া যাবে।

প্রশ্ন 4: এটি কি দুই দিকের কথোপকথনে কাজ করবে?
উত্তর: বর্তমানে এটি একমুখী রিয়েল-টাইম অনুবাদ হিসেবে কাজ করছে।

প্রশ্ন 5: কবে আইওএসে আসবে এই সুবিধা?
উত্তর: গুগলের পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালে আইওএসে এই ফিচার চালু হতে পারে।