টলিউডে ফের এক খুশির খবর, যেখানে প্রেমের গল্প এবার বাস্তবের পরিণতির দিকে এগোচ্ছে। অভিনেত্রী মধুমিতা সরকার খুব শীঘ্রই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে। দীর্ঘদিনের সম্পর্ক আর লুকোছাপা নয়, এবার সেই ভালবাসার স্বীকৃতি দিতে চলেছেন দু’জনে।
সমাজমাধ্যমে একাধিকবার নিজেদের সুন্দর মুহূর্ত ভাগ করে নিয়েছেন মধুমিতা ও দেবমাল্য। বিভিন্ন সাক্ষাৎকারেও অভিনেত্রী জানিয়েছিলেন, বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। টলিউডের অন্দরমহলের খবর অনুযায়ী, আগামী বছরের ২৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই জুটি। সেই মতো প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছে।
সম্প্রতি বন্ধুদের আয়োজনে প্রথম আইবুড়োভাত সারলেন মধুমিতা-দেবমাল্য। সাদা-কালো সাজে ধরা দিয়েছিলেন দু’জনে। আইবুড়োভাতের মেনুতেও ছিল চমক—বাংলার বদলে চাইনিজ ও কন্টিনেন্টাল খাবারেই সেলিব্রেশন সম্পন্ন হয়।
বিয়ের ভেন্যু নিয়েও চলছে আলোচনা। শোনা যাচ্ছে, বারুইপুর রাজবাড়ি অথবা শোভাবাজার রাজবাড়ির কোনও একটিতে হতে পারে বিয়ের অনুষ্ঠান। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
কাজের দিক থেকেও এই মুহূর্তে ব্যস্ত মধুমিতা সরকার। স্টার জলসার ধারাবাহিক ‘ভোলেবাবা পার কারেগা’-য় ‘ঝিল’ চরিত্রে তাঁকে আবার ছোটপর্দায় দেখা যাচ্ছে। পাশাপাশি শুরু হয়েছে তাঁর নতুন থ্রিলার ছবি ‘অটোবি’। ব্যক্তিগত ও পেশাগত—দু’দিক থেকেই এখন সুখের সময় অভিনেত্রীর জীবনে।
Q1. মধুমিতা সরকার কাকে বিয়ে করতে চলেছেন?
A1. মধুমিতা সরকার তাঁর প্রেমিক দেবমাল্য চক্রবর্তীকে বিয়ে করতে চলেছেন।
Q2. কবে হতে পারে মধুমিতা-দেবমাল্যের বিয়ে?
A2. টলিউড সূত্রে খবর, আগামী বছরের ২৩ জানুয়ারি বিয়ে হতে পারে।
Q3. বিয়ের স্থান কোথায় ঠিক হয়েছে?
A3. বারুইপুর রাজবাড়ি বা শোভাবাজার রাজবাড়ির কথা ভাবা হচ্ছে।
Q4. মধুমিতা কি এখন কোনও ধারাবাহিকে অভিনয় করছেন?
A4. হ্যাঁ, তিনি বর্তমানে ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকে অভিনয় করছেন।
Q5. মধুমিতার নতুন ছবির নাম কী?
A5. তাঁর আগামী থ্রিলার ছবির নাম ‘অটোবি’।

