১৭ বারের বিশ্ব চ্যাম্পিয়নের শেষ রাত, রিংয়ে আবেগঘন বিদায় জন সিনার

Published By: Khabar India Online | Published On:

রিংয়ে নামতেই বজ্রধ্বনির মতো করতালি—এই দৃশ্যই বলে দিচ্ছিল, বিশেষ কিছু ঘটতে চলেছে। বিশ্ব রেসলিং কিংবদন্তি জন সিনা অবশেষে কুস্তি জীবনকে বিদায় জানালেন। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় আয়োজিত স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে তাঁর শেষ ম্যাচেই পর্দা নামল দীর্ঘ রেসলিং অধ্যায়ের।

১৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জন সিনার মুখোমুখি হন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী গুন্থার। ম্যাচজুড়ে ছিল তীব্র লড়াই। একের পর এক আক্রমণে দু’জনেই একে অপরকে চাপে রাখেন। সিনা তিনবার অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট প্রয়োগ করেন এবং গুন্থারকে কমেন্ট্রি টেবিলের ওপর ছুড়ে ফেলেন, কিন্তু পিনফল আদায় করা সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নেন গুন্থার। বহুবার রক্ষা পেলেও শেষ রক্ষা হয়নি সিনার। স্লিপার হোল্ডে আটকে ট্যাপ আউট করতে বাধ্য হন তিনি। এই মুহূর্তের মধ্য দিয়েই শেষ হয়ে যায় জন সিনার রেসলিং ক্যারিয়ার।

এই বিদায়ের রাতকে স্মরণীয় করে তোলে ডব্লিউডব্লিউই। দর্শক সারিতে উপস্থিত ছিলেন কার্ট অ্যাঙ্গেল, রব ফন ড্যাম, ট্রিশ স্ট্রাটাস, ইভ টরেসসহ বহু কিংবদন্তি। ভিডিও বার্তায় শ্রদ্ধা জানান আন্ডারটেকার ও দ্য রক।

ম্যাচ শেষে আবেগে ভরে ওঠে পুরো অঙ্গন। লকার রুম থেকে রেসলাররা রিং ঘিরে ধরেন। সিএম পাঙ্ক ও কোডি রোডস তাঁর কাঁধে নিজেদের চ্যাম্পিয়নশিপ বেল্ট রাখেন। দর্শকদের ‘থ্যাঙ্ক ইউ সিনা’ ধ্বনির মাঝে ট্রিপল এইচকে জড়িয়ে ধরে শেষবারের মতো স্যালুট জানিয়ে র‍্যাম্প বেয়ে হেঁটে অঙ্গন ছাড়েন জন সিনা।

প্রশ্ন ও উত্তর 

Q1: জন সিনার শেষ ম্যাচ কাদের মধ্যে হয়েছিল?
A1: জন সিনার শেষ ম্যাচটি হয়েছিল গুন্থারের বিপক্ষে।

Q2: কোন ইভেন্টে জন সিনা রেসলিং থেকে অবসর নেন?
A2: স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে তিনি অবসর নেন।

Q3: জন সিনা কয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন?
A3: জন সিনা মোট ১৭ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন।

Q4: ম্যাচ শেষে কোন রেসলাররা সিনাকে সম্মান জানান?
A4: সিএম পাঙ্ক, কোডি রোডসসহ বহু রেসলার তাঁকে সম্মান জানান।

Q5: দর্শকদের প্রতিক্রিয়া কেমন ছিল?
A5: দর্শকরা একটানা ‘থ্যাঙ্ক ইউ সিনা’ ধ্বনিতে তাঁকে বিদায় জানান।