বাংলাদেশের গ্রামজীবনের গল্প নিয়ে রটারড্যামে ‘দেলুপি’

Published By: Khabar India Online | Published On:

একটা ডাক, আর তাতেই বদলে গেল গল্পের গন্তব্য। বাংলাদেশের স্বাধীনধারার চলচ্চিত্র ‘দেলুপি’ জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন রটারড্যাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।

নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত এই চলচ্চিত্রটি উৎসবের Bright Future বিভাগে নির্বাচিত হয়েছে। সুখবরটি পরিচালক নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করে জানান, ‘দেলুপি’ সেখানে আন্তর্জাতিক প্রিমিয়ার করতে যাচ্ছে।

নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে অনুষ্ঠিতব্য উৎসবটির ৫৫তম আসরে বিশ্বের খ্যাতিমান নির্মাতা, উদীয়মান প্রতিভা ও আর্টহাউস সিনেমার প্রতিনিধিরা অংশ নেবেন। সেই তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ‘দেলুপি’ নতুন করে নজর কাড়ছে।

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের মানুষের জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় উঠে এসেছে রাজনীতি, প্রেম, প্রাকৃতিক দুর্যোগ এবং যাত্রাশিল্পীদের টিকে থাকার লড়াই। ঝড়-জলোচ্ছ্বাস, নদীভাঙন আর দারিদ্র্যের মধ্যেও বেঁচে থাকার অনুপ্রেরণাই ছবিটির মূল কথা।

সিনেমাটির আরেকটি বিশেষ দিক হলো—এতে অভিনয় করেছেন স্থানীয় শিল্পীরা। নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকেই চরিত্রে প্রাণ এনেছেন তারা, যা ছবিটিকে দিয়েছে বাস্তবতার শক্ত ভিত।

গত ৭ নভেম্বর খুলনায় আনুষ্ঠানিকভাবে প্রথম মুক্তি পায় ‘দেলুপি’। এরপর ১৪ নভেম্বর থেকে এটি সারা দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম শুরু হবে আগামী ২৯ জানুয়ারি এবং চলবে ১১ দিন, শেষ হবে ৮ ফেব্রুয়ারি।

প্রশ্ন ও উত্তর 

১. ‘দেলুপি’ কোন চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে?
রটারড্যাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।

২. কোন বিভাগে সিনেমাটি প্রদর্শিত হবে?
Bright Future বিভাগে।

৩. সিনেমাটির পরিচালক কে?
মোহাম্মদ তাওকীর ইসলাম।

৪. ‘দেলুপি’র গল্প কোন এলাকার মানুষের জীবন নিয়ে?
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের মানুষদের জীবন নিয়ে।

৫. রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যাল কবে শুরু হবে?
আগামী বছরের ২৯ জানুয়ারি।