গোয়া নাইটক্লাব আগুন কাণ্ডে বড় মোড়, শীঘ্রই ভারতে আনা হবে সৌরভ-গৌরবকে

Published By: Khabar India Online | Published On:

গোয়ার ভয়াবহ নৈশক্লাব অগ্নিকাণ্ডের পর অবশেষে বড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। ফুকেত থেকে খুব শীঘ্রই ভারতে ফিরিয়ে আনা হচ্ছে অভিযুক্ত লুথরা ভাই—সৌরভ ও গৌরব লুথরাকে। সরকারি সূত্রে খবর, রবিবার কিংবা সোমবারের মধ্যেই তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে।

গত ৬ ডিসেম্বর গভীর রাতে গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরা গ্রামের জনপ্রিয় নৈশক্লাব ‘বার্চ’-এ ভয়াবহ আগুন লাগে। এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারান ২৫ জন। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ভারত ছেড়ে পালিয়ে যান নৈশক্লাবের দুই মালিক সৌরভ ও গৌরব। পরে জানা যায়, তাঁরা ইন্ডিগোর বিমানে করে তাইল্যান্ডের ফুকেতে চলে যান।

ঘটনার পরপরই গোয়া পুলিশ ইন্টারপোলের সাহায্য নেয়। ইন্টারপোলের তরফে জারি হয় ব্লু কর্নার নোটিস। ব্যাঙ্ককে অবস্থিত ভারতীয় দূতাবাসের উদ্যোগে তাইল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় এবং সেখানেই আটক করা হয় লুথরা ভাইদের।

ভারতীয় কর্তৃপক্ষ পাসপোর্ট আইনের ১০(ক) ধারায় তাঁদের পাসপোর্ট বাতিল করে। এর ফলে ভিসাও বাতিল হয়ে যায় এবং অবৈধ বিদেশি নাগরিক হিসেবে তাঁদের আটক করে থাই ইমিগ্রেশন দফতর। সরকারি আধিকারিকদের দাবি, প্রত্যর্পণের সব আইনি প্রক্রিয়া প্রায় শেষ এবং এই ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করেছে তাইল্যান্ড প্রশাসন।

উল্লেখযোগ্য ভাবে, তাইল্যান্ডে থাকাকালীন দিল্লির এক আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন সৌরভ ও গৌরব। তবে সেই আবেদন খারিজ হয়ে যাওয়ায় তাঁদের দেশে ফেরানোর পথ আরও সহজ হয়। ভারতে আনার পর লুকআউট নোটিসের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করবে গোয়া পুলিশ এবং তদন্তের স্বার্থে হেফাজতে নেওয়া হবে।

প্রশ্ন ১: গোয়ার কোন নৈশক্লাবে অগ্নিকাণ্ড ঘটেছিল?
উত্তর: বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরা গ্রামের ‘বার্চ’ নৈশক্লাবে।

প্রশ্ন ২: অগ্নিকাণ্ডে কতজনের মৃত্যু হয়েছে?
উত্তর: এই ঘটনায় মোট ২৫ জনের মৃত্যু হয়েছে।

প্রশ্ন ৩: লুথরা ভাইরা কবে ভারত ছেড়ে পালান?
উত্তর: ৬ ডিসেম্বর মধ্যরাতের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা দেশ ছাড়েন।

প্রশ্ন ৪: কীভাবে তাঁদের আটক করা হয়?
উত্তর: ইন্টারপোলের ব্লু কর্নার নোটিস ও ভারতীয় দূতাবাসের সহায়তায় তাইল্যান্ডে তাঁদের আটক করা হয়।

প্রশ্ন ৫: ভারতে ফিরলে তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে?
উত্তর: লুকআউট নোটিসের শর্তে গ্রেফতার করে গোয়া পুলিশ হেফাজতে নেবে।