SIR সংক্রান্ত ভয়েই কি আত্মহত্যা? মালদায় মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Published By: Khabar India Online | Published On:

এক রাতেই বদলে গেল সব—ভোরের আলো ফোটার আগেই মালদার এক গ্রামে নেমে এল গভীর শোক। Malda SIR suicide case ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুভোরট গ্রামে।

মৃত প্রৌঢ়ের নাম আবুল কালাম (৫২)। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন কর্মসূত্রে তিনি রাজস্থানের জয়পুরে থাকতেন এবং একটি হোটেলে কাজ করতেন। প্রায় এক বছর আগে তিনি নিজের গ্রামে ফিরে আসেন।

পরিবারের অভিযোগ, ভোটার কার্ড ও আধার কার্ড না থাকায় তিনি এসআইআর (SIR) ফর্ম পূরণ করতে পারেননি। এই বিষয়টি নিয়েই তিনি দীর্ঘদিন মানসিক চাপে ভুগছিলেন। ধীরে ধীরে সেই আতঙ্ক আরও বাড়তে থাকে বলে দাবি পরিবারের।

শনিবার সকালে পরিবারের লোকজন তাঁকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

এই Malda SIR suicide case প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জটিল নিয়ম ও ভয় মানুষের মনে মারাত্মক প্রভাব ফেলছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

১. ঘটনাটি কোথায় ঘটেছে?
মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বালুভোরট গ্রামে।

২. মৃত ব্যক্তির পরিচয় কী?
মৃতের নাম আবুল কালাম, বয়স ৫২ বছর।

৩. SIR সংক্রান্ত কী সমস্যা ছিল?
ভোটার কার্ড ও আধার কার্ড না থাকায় তিনি SIR ফর্ম পূরণ করতে পারেননি।

৪. পুলিশ কী পদক্ষেপ নিয়েছে?
দেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

৫. স্থানীয়দের প্রতিক্রিয়া কী?
প্রশাসনের ভূমিকা ও নিয়মের জটিলতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।