সব সমালোচনা আর কটাক্ষকে পেছনে ফেলে একরাশ হাসি নিয়েই যেন সামনে এগিয়ে চলেছেন সামান্থা রুথ প্রভু। বিয়ের পর হানিমুন সেরে ফিরেই স্বামীর হাত ধরে প্রথমবার প্রকাশ্যে ধরা দিলেন দক্ষিণী তারকা। হায়দরাবাদ বিমানবন্দরে রাজ নিদিমরুর সঙ্গে তাঁর খুনসুটির মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই নেটদুনিয়ায় শুরু উচ্ছ্বাস।
পয়লা ডিসেম্বর থেকেই সামান্থার বিয়ে ঘিরে চর্চা তুঙ্গে। পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে তাঁর নতুন দাম্পত্যজীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ ছিল তীব্র। সেই কৌতূহল আরও বেড়ে যায় যখন হানিমুন থেকে ফিরেই নবদম্পতিকে একফ্রেমে দেখা যায়। সাধারণ পোশাকেই রঙ মিলিয়ে হাজির ছিলেন দু’জন। কোনও জাঁকজমক নয়, বরং স্বাভাবিকতার মধ্যেই ধরা পড়ে তাঁদের সুখ।
কথা বলা, হাসি আর হালকা খুনসুটিতে মগ্ন রাজ-সামান্থার ভিডিও দেখে খুশি অনুরাগীরাও। দীর্ঘ চার বছর ব্যক্তিগত জীবনে নানা ঝড়ঝাপটা সামলে এবার যেন নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী। নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর এই সময়টা তাঁর কাছে ছিল কঠিন। অসুস্থতা আর কাজ হারানোর যন্ত্রণা পেরিয়ে অবশেষে সুখের মুখ দেখেছেন তিনি।
বিয়ের মতো হানিমুনেও বিলাসিতার প্রদর্শন করেননি সামান্থা। দেশেই সময় কাটিয়েছেন নবদম্পতি। শোনা যায়, গোয়াতেই ছিল তাঁদের মধুচন্দ্রিমা। ছবি না শেয়ার করলেও ফেরার পথে বিমানবন্দরের দৃশ্যেই স্পষ্ট—এই মুহূর্তে তাঁরা ভীষণ সুখী। ভক্তরা আদর করে এই জুটির নাম দিয়েছেন ‘সামরাজ’।
১. সামান্থা ও রাজ নিদিমরুকে কোথায় একসঙ্গে দেখা গেছে?
হায়দরাবাদ বিমানবন্দরে হানিমুন থেকে ফেরার সময়।
২. বিয়ের পর এটিই কি তাঁদের প্রথম প্রকাশ্য উপস্থিতি?
হ্যাঁ, বিয়ের পর প্রথমবার জুটিতে ধরা দিলেন তাঁরা।
৩. কোথায় হানিমুন কাটিয়েছেন রাজ-সামান্থা?
গুঞ্জন অনুযায়ী, গোয়াতে।
৪. তাঁদের সম্পর্কের শুরু কীভাবে?
‘ফ্যামিলি ম্যান ২’ সিরিজে কাজ করতে গিয়েই আলাপ ও বন্ধুত্ব।
৫. ভক্তরা কেন তাঁদের ‘সামরাজ’ বলছেন?
রাজ ও সামান্থার নাম মিলিয়েই এই আদুরে নাম।

