হঠাৎ করেই বদলে গেল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সুদের ছবি। রেপো রেট ঘোষণার পর জল্পনার মধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের টার্ম ডিপোজিট ও ফিক্সড ডিপোজিটের সুদের হারে পরিবর্তন আনল। এই সিদ্ধান্ত জেনারেল সিটিজেন ও সিনিয়র সিটিজেন—দু’পক্ষের ক্ষেত্রেই প্রযোজ্য।
ব্যাঙ্ক সূত্রে খবর, ৩ কোটি টাকা পর্যন্ত টার্ম ডিপোজিটে সুদের হার ৬.৪৫ শতাংশ থেকে কমিয়ে ৬.৪০ শতাংশ করা হয়েছে। এই নতুন হার মূলত দুই থেকে তিন বছরের ডিপোজিটের ক্ষেত্রে কার্যকর হবে। এমসিএলআর এবং ইবিএলআর রেটের পরিবর্তনের সঙ্গেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইসঙ্গে এসবিআইয়ের জনপ্রিয় ৪৪৪ দিনের ‘অমৃত বৃষ্টি স্কিম’-এর সুদের হারও কমানো হয়েছে। আগে যেখানে সুদ ছিল ৬.৬০ শতাংশ, এখন তা কমে দাঁড়াল ৬.৪৫ শতাংশে। ৩ কোটি টাকার মধ্যে বিনিয়োগ করলে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.০৫ শতাংশ সুদ, আর সিনিয়র সিটিজেনদের জন্য তা হবে ৭.০৫ শতাংশ।
ফিক্সড ডিপোজিটের মেয়াদ অনুযায়ীও নতুন হার প্রকাশ করেছে এসবিআই। ৭ থেকে ৪৫ দিনের এফডিতে সুদ ৩.০৫ থেকে ৪.৯০ শতাংশের মধ্যে থাকবে। এক থেকে দুই বছরের ডিপোজিটে সুদের হার নির্ধারণ করা হয়েছে ৬.২৫ শতাংশ। পাঁচ বছরের ক্ষেত্রে সাধারণ গ্রাহকরা পাবেন ৬.৩০ শতাংশ সুদ।
সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুবিধা থাকলেও, সামগ্রিকভাবে সুদের হার কমায় প্রবীণ নাগরিকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। বহু মানুষের কাছে এসবিআই ছিল নিরাপদ ও নির্ভরযোগ্য বিনিয়োগের জায়গা। নতুন এই সিদ্ধান্ত সেই ভরসায় সামান্য হলেও ধাক্কা দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
1. এসবিআই কেন টার্ম ডিপোজিটের সুদের হার কমাল?
রেপো রেট ও বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
2. নতুন সুদের হার কবে থেকে কার্যকর হবে?
ঘোষণার পর থেকেই নতুন হার কার্যকর হচ্ছে।
3. অমৃত বৃষ্টি স্কিমে এখন কত সুদ পাওয়া যাবে?
এখন এই স্কিমে সুদের হার ৬.৪৫ শতাংশ।
4. সিনিয়র সিটিজেনরা কি আলাদা সুবিধা পাবেন?
হ্যাঁ, নির্দিষ্ট মেয়াদে সিনিয়র সিটিজেনরা অতিরিক্ত সুদ পাবেন।
5. পাঁচ বছরের এফডিতে জেনারেল সিটিজেনরা কত সুদ পাবেন?
পাঁচ বছরের জন্য সুদের হার ৬.৩০ শতাংশ নির্ধারিত হয়েছে।

