১০০ দিনের কাজ এবার ১২৫ দিন? নতুন নাম, নতুন নিয়মে কেন্দ্রের ঘোষণা

Published By: Khabar India Online | Published On:

নামেই কি রাজনীতি? বন্দেমাতরম বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার নতুন বিতর্কের জন্ম দিল কেন্দ্রের এক সিদ্ধান্ত। দেশের সবচেয়ে বড় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের নাম থেকে বাদ পড়ল ‘মহাত্মা গান্ধী’ শব্দবন্ধ।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে চালু হওয়া ‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা যোজনা’ বা এমএনআরইজিএ-র নাম বদলে দিল নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনে প্রকল্পটির নতুন নাম রাখা হয়েছে ‘পূজ্য বাপু গ্রামীণ রোজগার নিশ্চয়তা যোজনা’।

সরকারি সূত্রের খবর, শুধু নাম নয়, প্রকল্পের কাঠামোতেও বড় পরিবর্তন আসছে। বছরে ন্যূনতম কাজের দিন ১০০ থেকে বাড়িয়ে ১২৫ দিন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি দৈনিক ন্যূনতম মজুরি বেড়ে হচ্ছে ২৪০ টাকা।

২০০৫ সালে জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা আইন চালু হয়েছিল গ্রামীণ ভারতের প্রশিক্ষণহীন শ্রমিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে। ২০০৯ সালে সেই প্রকল্প জাতির জনক মহাত্মা গান্ধীর নামে উৎসর্গ করা হয়। বর্তমানে দেশের প্রায় ১৫ কোটি ৪০ লক্ষ মানুষ এই প্রকল্পের সঙ্গে যুক্ত, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ মহিলা শ্রমিক।

নতুন নামকরণ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। গান্ধীজিকে ‘মহাত্মা’ সম্বোধন করা হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে—সেই ঐতিহাসিক পরিচয় বদলানো নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।


প্রশ্ন 1: এমএনআরইজিএ-র নতুন নাম কী?
উত্তর: নতুন নাম হয়েছে ‘পূজ্য বাপু গ্রামীণ রোজগার নিশ্চয়তা যোজনা’।

প্রশ্ন 2: প্রকল্পে কাজের দিন কি বাড়ছে?
উত্তর: হ্যাঁ, বছরে ন্যূনতম কাজের দিন ১০০ থেকে বাড়িয়ে ১২৫ করার পরিকল্পনা রয়েছে।

প্রশ্ন 3: দৈনিক মজুরি কত টাকা হবে?
উত্তর: সংশোধিত দৈনিক ন্যূনতম মজুরি ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রশ্ন 4: এই প্রকল্পে বর্তমানে কত মানুষ যুক্ত?
উত্তর: সারা দেশে প্রায় ১৫ কোটি ৪০ লক্ষ মানুষ এই প্রকল্পের আওতায় রয়েছেন।

প্রশ্ন 5: নাম বদল নিয়ে কেন বিতর্ক?
উত্তর: ‘মহাত্মা’ শব্দ বাদ দেওয়াকে কেন্দ্র করে ঐতিহ্য ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।