মালদ্বীপে ছুটিতে মিম, লাল পোশাকের ছবিতে মাতলেন ভক্তরা

Published By: Khabar India Online | Published On:

সমুদ্রের নীল জলে ছড়িয়ে থাকা আলো যেন নতুন গল্প লিখেছে ঢালিউড তারকা বিদ্যা সিনহা মিমের জীবনে। একটু অবসর মিললেই যে তিনি পৃথিবীকে অন্য চোখে দেখতে বেরিয়ে পড়েন—তারই প্রমাণ আবারও মিলল মালদ্বীপ ভ্রমণে।

গতকাল রাতে লাল পোশাকে নজরকাড়া কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মিম। ছবিগুলোতে তিনি ছিলেন একেবারে ফুরফুরে মেজাজে—একবার সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন, আবার কখনো ক্যামেরায় ধরা দিচ্ছেন হাসিমাখা মুখে।

মাত্র কিছু ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া জমেছে পাঁচ হাজারের বেশি। ভক্তদের কেউ লিখেছেন—‘সুন্দর লাগছে আপু’, আবার কেউ বলেছেন—‘দারুণ’। অনেকেই জানাতে ভুলেননি যে তাঁরা অপেক্ষা করছেন মিমের নতুন সিনেমার জন্য।

সম্প্রতি রাজশাহীর বিভিন্ন লোকেশনে আরিফিন শুভর সঙ্গে নতুন সিনেমার শুটিং শেষ করেছেন মিম। সাইফ চন্দন পরিচালিত ছবিটি মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে। ফলে মালদ্বীপে মিমের এই ছুটি যেন নতুন কাজে ফেরার আগে একটু রিফ্রেশমেন্টই বলা যায়।

1. মিম বর্তমানে কোথায় ভ্রমণে আছেন?
তিনি এখন মালদ্বীপে ছুটি উপভোগ করছেন।

2. কোন ছবিগুলো ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে?
লাল পোশাকে সমুদ্রতীরের কয়েকটি ছবি।

3. ভক্তরা কী ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন?
অনেকে প্রশংসা জানিয়েছেন, কেউ কেউ নতুন সিনেমার অপেক্ষার কথাও বলেছেন।

4. মিমের নতুন সিনেমাটি কবে মুক্তি পাবে?
আসছে পবিত্র ঈদুল ফিতরে।

5. সিনেমাটি কে পরিচালনা করেছেন?
সাইফ চন্দন পরিচালিত এই নতুন সিনেমায় অভিনয় করেছেন মিম ও আরিফিন শুভ।