চিংড়িঘাটা মেট্রো জট কাটাতে হস্তক্ষেপ হাই কোর্টের, আগামী সপ্তাহে বড় বৈঠক

Published By: Khabar India Online | Published On:

কলকাতার চলাচল আরও দ্রুত ও সহজ করতে যে মেট্রো প্রকল্পের পথ তৈরি হয়েছিল, সেখানে আটকে থাকা মাত্র কয়েকশো মিটার এখন বড় সমস্যার কারণ। সেই জট ছাড়াতে অবশেষে নড়েচড়ে বসেছে হাই কোর্ট।

চিংড়িঘাটার মেট্রো সংক্রান্ত জটিলতা নিয়ে আগেই সদর্থক আলোচনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। কেন্দ্রীয় ও রাজ্য সরকার-সহ সকল পক্ষকে একসঙ্গে বসে সমাধান খোঁজার কথা বলা হয়েছিল। এ বার সেই বৈঠকের দিনক্ষণও জানিয়ে দিল আদালত। আগামী বুধবার বিকেল ৫টায় মেট্রো ভবনে হবে এই গুরুত্বপূর্ণ আলোচনা। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তও।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চে মামলাটি চলছে। আদালত জানিয়েছে, অযথা সময় নষ্ট করা যাবে না। জনস্বার্থকে কেন্দ্র করে দ্রুত সমাধানে পৌঁছাতে হবে। শুক্রবার কেন্দ্র, রাজ্য ও নির্মাণকারী সংস্থার প্রতিনিধিদের নাম আদালতে জমা দেওয়া হয়েছে। তারাই বৈঠকে অংশ নেবেন।

বৈঠকের রিপোর্ট ১৯ ডিসেম্বর আদালতে জমা দিতে হবে। তা খতিয়ে দেখে পরবর্তী নির্দেশ দেবে হাই কোর্ট। এর আগেও এক দফা আলোচনায় বসেছিল কেন্দ্র, রাজ্য এবং আরভিএনএল-সহ সংশ্লিষ্ট পক্ষগুলি। কিন্তু সমস্যার সমাধান হয়নি। আদালতের নির্দেশে ফের একবার আলোচনায় বসা হচ্ছে।

এখন নিউ গড়িয়া থেকে মেট্রো পৌঁছয় কেবল বেলেঘাটা পর্যন্ত। বিমানবন্দর পর্যন্ত পরিষেবা এখনও পাওয়া যায়নি। চিংড়িঘাটার মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ আটকে থাকায় গোটা সম্প্রসারণ আটকে রয়েছে। মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ, পুলিশ ছাড়পত্র না দেওয়ায় প্রকল্পের কাজ নভেম্বরেও শুরু করা যায়নি।

জনগণের স্বার্থে এই অচলাবস্থা দূর করতেই আদালত চায় দ্রুত সিদ্ধান্ত। এখন নজর বুধবারের বৈঠকে — চিংড়িঘাটা মেট্রোর জট কি তবে কাটবে?

1. চিংড়িঘাটার মেট্রোর কাজ কেন আটকে আছে?
মাত্র ৩৬৬ মিটার অংশে কাজ বাকি থাকলেও ছাড়পত্র সমস্যা ও প্রশাসনিক জটিলতার কারণে কাজ এগোয়নি।

2. হাই কোর্ট কেন হস্তক্ষেপ করল?
প্রকল্পে অচলাবস্থা চলায় জনস্বার্থে আদালত দ্রুত সমাধানের জন্য বৈঠকের নির্দেশ দিয়েছে।

3. বৈঠক কবে এবং কোথায় হবে?
বুধবার বিকেল ৫টায় মেট্রো ভবনে বৈঠক হবে।

4. কোন কোন পক্ষ বৈঠকে উপস্থিত থাকবে?
কেন্দ্র, রাজ্য, আরভিএনএল এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

5. বৈঠকের রিপোর্ট কবে আদালতে জমা দিতে হবে?
১৯ ডিসেম্বর রিপোর্ট জমা দিতে হবে, এরপর আদালত সিদ্ধান্ত নেবে।