রাজ্যসভায় পূর্ণমন্ত্রী অনুপস্থিত! ১০ মিনিটের জন্য মুলতুবি অধিবেশন

Published By: Khabar India Online | Published On:

সকালের শান্ত পরিবেশ হঠাৎই বদলে গেল রাজ্যসভায়, যখন দেখা গেল—একটিও পূর্ণমন্ত্রী উপস্থিত নেই! আর সেই অদ্ভুত পরিস্থিতিতেই ১০ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করতে বাধ্য হলেন চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন। Cabinet Minister–এর অনুপস্থিতি ঘিরে ক্ষোভে ফেটে পড়ল বিরোধী দলগুলি।

শুক্রবার ছিল সংসদ হামলার ২৪ বছর পূর্তি। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের কাজ শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই বিরোধী সাংসদেরা লক্ষ্য করেন, উচ্চকক্ষে এক জনও পূর্ণমন্ত্রী নেই। তাঁরা বিষয়টি চেয়ারম্যানের নজরে আনেন এবং জানান—এটি সভার প্রতি অসম্মান।

রাধাকৃষ্ণন সঙ্গে সঙ্গে এক প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন অন্তত একজন Cabinet Minister–কে সভায় উপস্থিত করতে। কিন্তু তাতেও কোনও সাড়া পাওয়া যায়নি। বিরোধীরা অধিবেশন স্থগিত করার দাবি অব্যাহত রাখেন।

কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ সরাসরি বলেন, “এটা সভার অপমান। পূর্ণমন্ত্রীরা না আসা পর্যন্ত অধিবেশন মুলতুবি করা উচিত।” চেয়ারম্যান পাঁচ মিনিট অপেক্ষা করেন। তবুও কোনও পূর্ণমন্ত্রী উপস্থিত না হওয়ায় ১০ মিনিটের জন্য অধিবেশন মুলতুবির ঘোষণা করেন তিনি।

ঘটনাটি এখন সংসদীয় মহলে বড় বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন একটিও পূর্ণমন্ত্রী রাজ্যসভায় হাজির ছিলেন না, সেই প্রশ্ন তুলছে বিরোধী শিবির।

1. কেন রাজ্যসভা মুলতুবি করা হয়?
পূর্ণমন্ত্রীরা অনুপস্থিত থাকায় বিরোধীদের দাবিতে ১০ মিনিটের জন্য অধিবেশন স্থগিত করা হয়।

2. কে এই সিদ্ধান্ত ঘোষণা করেন?
রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন।

3. কোন দিনের ঘটনাকে কেন্দ্র করে বিরোধিতা দেখা যায়?
সংসদ হামলার ২৪ বছর পূর্তি উপলক্ষে অধিবেশন চলাকালীন।

4. বিরোধীদের মূল অভিযোগ কী ছিল?
উচ্চকক্ষে একজনও পূর্ণমন্ত্রী না থাকা সভার প্রতি অসম্মান।

5. কে সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া জানান?
কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বিষয়টি ‘সভার অপমান’ বলে উল্লেখ করেন।