ফের ক্ষমতায় তৃণমূল? বীরভূমেই বড় ভবিষ্যৎবাণী করলেন অনুব্রত মণ্ডল

Published By: Khabar India Online | Published On:

রাজনীতির মাটিতে আবার উত্তেজনা বেড়েছে। ছাব্বিশের বিধানসভা ভোটকে কেন্দ্র করে যখন সব দলই প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই বীরভূমের সভা থেকে বড় চমক দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দাবি করলেন, আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে।

অনুব্রত মণ্ডল, যিনি দীর্ঘদিন গরুপাচার মামলায় জেলবন্দি থাকার পর গত বছর জামিনে মুক্ত হন, ধীরে ধীরে আবার রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় হচ্ছেন। মঙ্গলবার বীরভূমের সভা থেকেই তিনি দিলেন স্পষ্ট ভবিষ্যৎবাণী— “তৃণমূল ২৩০ থেকে ২৩৫ টি আসনে জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায়ই আবার মুখ্যমন্ত্রী হবেন।”

এদিন বিরোধীদের একহাত নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী না হলে রাজ্যে অন্ধকার নেমে আসবে। সেই ভুল কেউ করবে না। আবারও তাঁকে জিতিয়ে আনা হবে।”

এসআইআর-এনআরসি প্রসঙ্গেও আক্রমণ হানেন অনুব্রত। অভিযোগ করেন, “এসআইআর-এনআরসি করে বাংলাকে দখল করার স্বপ্ন দেখছে বিরোধীরা। কিন্তু তা কোনওদিন সফল হবে না।”

রাজনৈতিক মহলে তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা—তৃণমূল কি সত্যিই এত বড় ব্যবধানে এগিয়ে?

1. অনুব্রত মণ্ডল কত আসন পাওয়ার দাবি করেছেন?
তিনি বলেছেন, তৃণমূল ২৩০–২৩৫ আসন পাবে।

2. মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কী মন্তব্য করেছেন তিনি?
তিনি দাবি করেছেন, মমতাই ফের মুখ্যমন্ত্রী হবেন।

3. কেন তিনি বিরোধীদের ‘অন্ধকার’ প্রসঙ্গ তুলেছেন?
অনুব্রতর মতে, মমতা না থাকলে রাজ্যে অন্ধকার নেমে আসবে।

4. এসআইআর-এনআরসি নিয়ে তাঁর অভিযোগ কী?
তিনি বলেন, বিরোধীরা এসব করে বাংলাকে বিপদে ফেলতে চাইছে।

5. অনুব্রত এখন কি সক্রিয় রাজনীতিতে ফিরেছেন?
হ্যাঁ, জামিনে মুক্তির পর তিনি ফের সভা-সমাবেশ শুরু করেছেন।