কলকাতায় জোড়া মর্মান্তিক দুর্ঘটনা, ইএম বাইপাসে যুবকের মৃত্যু, রেড রোডে জখম তিন

Published By: Khabar India Online | Published On:

এক রাতেই কলকাতা সাক্ষী থাকল দু’দুটি ভয়াবহ পথ দুর্ঘটনার, যা আবারও প্রশ্ন তুলল শহরের রাস্তার নিরাপত্তা নিয়ে। গভীর রাতে ইএম বাইপাসে প্রাণ গেল এক যুবকের, আর সকাল হতেই রেড রোডে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হলেন তিনজন।

মঙ্গলবার রাত প্রায় ২টো নাগাদ কালিকাপুর সংলগ্ন ইএম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় অলোকেশ হালদার নামে এক যুবকের। পুলিশ সূত্রে জানা গেছে, ঢালাই ব্রিজ থেকে রুবি মোড়ের দিকে যাওয়ার সময় তাঁর বাইকের গতি ছিল অত্যন্ত বেশি। সিংহবাড়ি মোড়ের কাছে একটি দাঁড়িয়ে থাকা গাড়িতে সজোরে ধাক্কা মারে বাইকটি। তারপর পাশের ডিভাইডারে আছড়ে পড়েন তিনি।

ধাক্কার তীব্রতায় অলোকেশ বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাঁকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় তাঁর মাথায় হেলমেট ছিল না, ফলে মাথায় গুরুতর আঘাত লাগে।

অন্যদিকে বুধবার সকালেই রেড রোডে ঘটে আরও এক গুরুতর দুর্ঘটনা। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার বিদ্যুতের খুঁটিতে এবং পরে একটি গাছে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা দু’জন—যাঁরা বাবা-ছেলে বলে জানা গেছে—গুরুতর জখম হন। তাঁদের দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি, গাড়ির ধাক্কায় এক পথচারীও আহত হয়েছেন বলে খবর।

শহরে পর পর দুর্ঘটনা পথ নিরাপত্তা এবং বেপরোয়া গতি নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াল।

  1. ইএম বাইপাসে দুর্ঘটনায় কার মৃত্যু হয়েছে?
    অলোকেশ হালদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

  2. অলোকেশের মৃত্যুর প্রধান কারণ কী?
    অতিরিক্ত গতি এবং মাথায় হেলমেট না থাকা।

  3. রেড রোডে দুর্ঘটনায় কারা আহত হয়েছেন?
    গাড়িতে থাকা বাবা-ছেলে এবং এক পথচারী আহত হয়েছেন।

  4. রেড রোডের দুর্ঘটনার কারণ কী বলে মনে করা হচ্ছে?
    গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খুঁটি ও গাছে ধাক্কা লাগে।

  5. আহতদের কোথায় ভর্তি করা হয়েছে?
    এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে।