সন্তান বা সঙ্গীর নামে বিনিয়োগ করলে কী কর সুবিধা পাওয়া যায়? পরিষ্কার জানালেন কর বিশেষজ্ঞ

Published By: Khabar India Online | Published On:

আয়কর বাঁচানোর চেষ্টা করলে প্রথমেই চোখ যায় ৮০সি ধারার দিকে। কিন্তু পরিবারের নামে বিনিয়োগ করলে আসলে কতটা করছাড় পাওয়া যায়, তা নিয়ে বহুদিন ধরেই করদাতাদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

পুরনো কর ব্যবস্থায় ৮০সি ধারার অধীনে বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। পিপিএফ, এনপিএস, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এনএসসি, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম—এগুলির মধ্যে যেকোনও বিনিয়োগ এই ছাড়ের আওতায় আসে।

কিন্তু করদাতারা যদি স্বামী/স্ত্রী বা সন্তানের নামে এইসব স্কিমে বিনিয়োগ করেন, তাহলে করছাড় কি মিলবে? কর বিশেষজ্ঞ বলবন্ত জৈন জানাচ্ছেন, একজন ব্যক্তি নিজের PPF অ্যাকাউন্টের পাশাপাশি স্ত্রী বা সন্তানের নামে থাকা PPF অ্যাকাউন্টে অবদান রাখলেও ৮০সি ছাড় দাবি করতে পারবেন। নাবালক সন্তানের নামেও বিনিয়োগ করলে ওই সুবিধা প্রযোজ্য থাকে।

তবে ELSS-এর ক্ষেত্রে এই সুবিধা নেই। স্বামী/স্ত্রীর নামে ELSS ইউনিট ক্রয় করলে করদাতা কোনও ভাবেই ৮০সি ছাড় দাবি করতে পারবেন না। দ্বিতীয় ধারক হলেও ছাড় পাওয়ার সুযোগ থাকে না।

পরিবারের নামে বিনিয়োগ করলে সেটি উপহার হিসেবে বিবেচিত হয়। যদিও উপহার দেওয়ার ওপর কর নেই, কিন্তু উপহার থেকে উৎপন্ন সুদ বা মূলধন লাভ করযোগ্য হয়। আয়কর আইনের ৬৪ ধারার ক্লাবিং রুল অনুযায়ী, যিনি অর্থ উপহার দিয়েছেন, সেই ব্যক্তিকেই ওই লাভের ওপর কর দিতে হয়।

তবে PPF সম্পূর্ণ করমুক্ত হওয়ায় এখানে ক্লাবিং রুল কোনও প্রভাব ফেলে না। কিন্তু মেয়াদপূর্তির পর যে আয় পাওয়া যাবে, তা সংশ্লিষ্ট বছরের করযোগ্য আয়ের মধ্যে ধরা হবে। অন্যদিকে, ELSS রিডেম্পশনের সময় মূলধন লাভ ধারা 112A অনুযায়ী করযোগ্য হবে।

সুতরাং পরিবারের নামে বিনিয়োগ করলেও কোন স্কিমে করছাড় মিলবে আর কোনটিতে মিলবে না—তা আগে থেকেই বুঝে নেওয়া জরুরি।

1. স্বামী/স্ত্রীর নামে PPF করলে কি করছাড় পাওয়া যায়?
হ্যাঁ, স্ত্রী বা সন্তানের নামে থাকা PPF-এ বিনিয়োগ করলে ৮০সি ছাড় পাওয়া যায়।

2. ELSS কি পরিবারের নামে বিনিয়োগ করলে ছাড় দেয়?
না, ELSS কেবল নিজের নামে বিনিয়োগ করলেই করছাড় পাওয়া যায়।

3. সন্তানদের নামে বিনিয়োগে করযোগ্য আয় কার নামে ধরা হয়?
উপহারদাতার আয়ের সঙ্গে ক্লাবিং রুল অনুযায়ী যুক্ত হয়।

4. উপহার হিসেবে দেওয়া বিনিয়োগে কি কর দিতে হয়?
উপহার করমুক্ত, কিন্তু সেখান থেকে উৎপন্ন আয়ে কর দিতে হয়।

5. NPS বা SSY-তে পরিবারের নামে বিনিয়োগে করছাড় কি সম্ভব?
হ্যাঁ, নির্দিষ্ট শর্তে সন্তানের নামে NPS বা SSY-তে বিনিয়োগ করলে ছাড় পাওয়া যায়।