যেন এক লুকোনো শীত-ঝড় হঠাৎ করেই হামলে পড়েছে উত্তর ভারতে—এমন আবহেই গত দু’দিন ঠান্ডায় কাঁপছে বিস্তীর্ণ অঞ্চল। লা নিনার প্রভাবে চলতি বছর শীত আরও তীব্র হবে এমন পূর্বাভাস আগে থেকেই ছিল। আর এখন সেই সতর্কতার বাস্তব ছবি ধরা পড়ছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে।
রবিবারের পর সোমবারও কনকনে ঠান্ডায় জমে গেল জম্মু-কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও রাজস্থান। মৌসম ভবন জানিয়েছে, আপাতত এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকবে। মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তীসগড় এবং ওড়িশার কিছু অংশে শৈত্যপ্রবাহ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
জম্মু-কাশ্মীরের অমরনাথ বেস ক্যাম্পে তাপমাত্রা নেমে পৌঁছেছে -৪.৩ ডিগ্রিতে, যা চলতি মরসুমের অন্যতম নিম্নতম তাপমাত্রা। পহেলগাঁওয়ে পারদ হিমাঙ্কের ৪ ডিগ্রি নীচে। শ্রীনগরেও তাপমাত্রা -০.৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের রাজধানী দিল্লিতে মিনিমাম তাপমাত্রা ৮ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় কম। পঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের বহু জায়গায় রাতের তাপমাত্রা ৩ থেকে ৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।
হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা ঢেকে রেখেছে সকাল-বিকেল। মান্ডি ও বিলাসপুর জেলার কয়েকটি জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রাজস্থানের ফতেহপুরে তাপমাত্রা নেমে পৌঁছেছে ৩.৫ ডিগ্রি সেলসিয়াসে।
এদিকে মৌসম ভবনের পূর্বাভাস বলছে, এই সপ্তাহেই উত্তর ভারতে নতুন একটি পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। এর জেরে আকাশ আংশিক মেঘলা হতে পারে, আর রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের প্রকোপ খুব শিগগির কমার সম্ভাবনা নেই। বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) মতে, লা নিনার কারণে উত্তর ভারতে শীত দীর্ঘস্থায়ী হতে পারে এবং শৈত্যপ্রবাহ আরও তীব্র হতে পারে।
পশ্চিমবঙ্গেও শীত এ বছর একটু আগেই থিতু হয়েছে। কলকাতায় তাপমাত্রা ইতিমধ্যেই ১৪ ডিগ্রির ঘর ছুঁয়েছে। গত শনিবার ছিল মরসুমের শীতলতম দিন। সোমবারও শহরের ন্যূনতম তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি, আর দিনের বেলায় তা ২৫-২৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছে।
১. লা নিনা কীভাবে উত্তর ভারতের শীত বাড়াচ্ছে?
লা নিনা প্রশান্ত মহাসাগরের জলস্তরের পরিবর্তনের মাধ্যমে বিশ্বজুড়ে তাপমাত্রা ও আবহাওয়া বদলায়। এর ফলে উত্তর ভারতে ঠান্ডা আরও তীব্র হতে পারে।
২. কোন কোন রাজ্যে শৈত্যপ্রবাহের আশঙ্কা বেশি?
মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তীসগড় এবং ওড়িশার কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
৩. জম্মু-কাশ্মীরে কোন জায়গায় সবচেয়ে কম তাপমাত্রা নথিভুক্ত হয়েছে?
অমরনাথের বেস ক্যাম্পে তাপমাত্রা নেমেছে -৪.৩ ডিগ্রি সেলসিয়াসে।
৪. পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে কী পরিবর্তন আসতে পারে?
আকাশ আংশিক মেঘলা হতে পারে এবং ন্যূনতম তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে।
৫. পশ্চিমবঙ্গে এই শীতে তাপমাত্রার প্রবণতা কেমন?
কলকাতায় শীত একটু আগেই এসেছে এবং তাপমাত্রা ১৪–১৫ ডিগ্রির মধ্যে ঘুরছে।

