রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ কম্পনে কেঁপে উঠল যুক্তরাজ্যের কয়েকটি শহর, আর এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে। চীনের পর এবার যুক্তরাজ্যও ৩.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল—এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (বিজিএস)।
স্থানীয় সময় বুধবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পটি ল্যাঙ্কাশায়ার ও সাউদার্ন লেক ডিস্ট্রিক্টজুড়ে অনুভূত হয়। কেন্ডাল ও উলভারস্টনের ঘরবাড়ি কেঁপে ওঠে বলে জানিয়েছে বিবিসি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ল্যাঙ্কাস্টারের সিলভারডেল থেকে প্রায় ১২ মাইল দূরে, ভূগর্ভে মাত্র ১.৮৬ মাইল গভীরে এর উৎপত্তি।
কম্পন অনুভূত হওয়ার মুহূর্তে বহু মানুষের ঘুম ভেঙে যায়। কার্নফোর্থে বসবাসকারী ক্যাটরিনা সিমন্স জানান, ঝাঁকুনির শব্দ তাঁকে আতঙ্কিত করে তোলে। তাঁর কথায়, “মনে হচ্ছিল কেউ গাড়ি নিয়ে ঘরে ঢুকে পড়েছে।” স্থানীয় আরও অনেক বাসিন্দাই একই অভিজ্ঞতার কথা জানান।
বিজিএস জানায়, যুক্তরাজ্যে বছরে প্রায় ৩০০টি ভূমিকম্প শনাক্ত হয়। তবে সেগুলোর খুব কমই সাধারণ মানুষ টের পান। এবার ৩.৩ মাত্রার এই ভূমিকম্প ঘুমন্ত মানুষের মাঝেই বেশি আতঙ্ক সৃষ্টি করে।
১. যুক্তরাজ্যে ভূমিকম্পের মাত্রা কত ছিল?
এবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৩।
২. কোন কোন এলাকায় ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে?
ল্যাঙ্কাশায়ার, সাউদার্ন লেক ডিস্ট্রিক্ট, কেন্ডাল এবং উলভারস্টনে।
৩. ভূমিকম্পের কেন্দ্রস্থল কোথায় ছিল?
ল্যাঙ্কাশায়ারের সিলভারডেল উপকূলের কাছে, ভূগর্ভে ১.৮৬ মাইল গভীরে।
৪. মানুষ কি ক্ষতিগ্রস্ত হয়েছে?
এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, তবে অনেকে আতঙ্কিত হয়েছেন।
৫. যুক্তরাজ্যে কি নিয়মিত ভূমিকম্প ঘটে?
হ্যাঁ, বছরে প্রায় ৩০০টি ভূমিকম্প শনাক্ত হয়, যদিও বেশিরভাগই মানুষ টের পান না।

